'হামারে দরমিয়া', অরিন্দম গোস্বামীর মিউজিকাল শর্ট ফিল্মে ৭০-এর কলকাতা

| Nov 09, 2021, 21:37 PM IST
1/7

হামারে দরমিয়া

Huamre Darmiyan

নন্দদুলাল গোস্বামীর কাহিনী "আমার৭১" অবলম্বনে নতুন শর্ট ফিল্ম হামারে দারমিয়া।

2/7

গল্পের প্রেক্ষাপট

Background of Story

ছবির পরিচালক অরিন্দম গোস্বামী। সাতের দশকের কলকাতার প্রেক্ষাপটে এগিয়েছে ছবির গল্প। 

3/7

মুক্তির অপেক্ষায়

Release

সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। খুব শীঘ্রই অনলাইনে মুক্তি পেতে চলেছে এই ছবি।

4/7

শুটিং লোকেশন

Shooting Location

মূলত মধ্য কলকাতা ও ডানকুনির সংলগ্ন কয়েকটি এলাকায় শুটিং হয়েছে এই শর্ট ফিল্মের ।

5/7

মুখ্য চরিত্রে

Lead Actors

অভিনয়ে দেখা যাবে সম্পূর্ণ দুটি নতুন মুখ। ডেবিউ করতে চলেছেন শুভ্র জ্যোতি রয় ও শিপ্রা শীল। এছাড়াও রয়েছেন কণাদ বণিক ও ডোনা দে। 

6/7

প্রেমের পরিণতি

Love Story

সমাজের নানাধরনের প্রতিবন্ধকতায় প্রেমের পরিণতি ভিন্ন ভিন্ন হয়। অনেক সময়ই প্রেমের পরিণতি হয় বিয়োগান্তক। 

7/7

প্রেমের গল্প

Love Story

সাতের দশকের কলকাতার প্রেক্ষাপটে প্রেমের গল্প বলবে এই ছবি।