বিশ্বের দীর্ঘতম নৌবিহার এবার ভারতেই! ৫১ দিনের জলযাত্রায় বিদেশ ছুঁয়ে ২৭ নদী পার...
MV Ganga Vilas: ভারতে চালু হয়ে গেল বিশ্বের দীর্ঘতম নৌবিহার, এটি যাবে বাংলাদেশের উপর দিয়ে। উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত চালু হল এই বিলাসবহুল নৌবিহার। ক্রুইজের দিক থেকে বললে এই ধরনের জলযাত্রা বিশ্বে এই প্রথম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে চালু হয়ে গেল বিশ্বের দীর্ঘতম নৌবিহার, এটি যাবে বাংলাদেশের উপর দিয়ে। উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত চালু হল এই বিলাসবহুল নৌবিহার। যাত্রাপথে পড়বে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে যাওয়া নৌপথ। বিদেশি পর্যটকদের নিয়ে এই নৌবিহারে প্রায় ৩২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে। পথে পড়বে মোট ২৭টি নদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, ১৩ জানুয়ারি, মকর সংক্রান্তির ঠিক আগে এই নৌবিহারের উদ্বোধন করলেন। নৌপথ কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন-- আমাদের সভ্যতা নদীগুলির পাশেই গড়ে উঠেছিল। তাই নৌবিহারের মাধ্যমে পর্যটকেরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে দারুণ এক অভিজ্ঞতা অর্জন করবেন।
তীর্থ ও প্রকৃতি পাশাপাশি
![তীর্থ ও প্রকৃতি পাশাপাশি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/13/403829-varanasikazi-2.png)
TRENDING NOW
শুধু জলের দিকে চেয়ে থাকা
![শুধু জলের দিকে চেয়ে থাকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/13/403827-mv4.png)
বাংলাদেশ হয়ে অসম
![বাংলাদেশ হয়ে অসম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/13/403826-mv5.png)
বিলাস ও রুচির চূড়ান্ত
![বিলাস ও রুচির চূড়ান্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/13/403825-mv6.png)