Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding: ছাদনাতলায় নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা, ভাইরাল বিয়ের সাজে বর-কনের ছবি...

Naga Chaitanya-Sobhita Dhulipala Marriage: বুধবার সাত পাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। রাত ৮টার শুভলগ্নে শুরু হয়েছে বিয়ে। আগামী ৮ ঘণ্টা ধরে চলবে বিয়ের রীতি। বিয়ের পিঁড়ি থেকেই ভাইরাল বর-কনের ছবি। 

Dec 04, 2024, 21:34 PM IST
1/8

নাগা-শোভিতার বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সাত পাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।   

2/8

নাগা-শোভিতার বিয়ে

হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে বসেছে বিয়ের আসর।   

3/8

নাগা-শোভিতার বিয়ে

রাত ৮টার শুভলগ্নে শুরু হয়েছে বিয়ে। আগামী ৮ ঘণ্টা ধরে চলবে বিয়ের রীতি।   

4/8

নাগা-শোভিতার বিয়ে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাগা চৈতন্য ও শোভিতার বিয়ের ছবি।   

5/8

নাগা-শোভিতার বিয়ে

বিয়েতে সোনালী রঙের শাড়ি পড়েন শোভিতা। সঙ্গে দক্ষিণী স্টাইলের গয়না।   

6/8

নাগা-শোভিতার বিয়ে

নাগার পরনে দেখা গেল সাদা শেরওয়ানি।   

7/8

নাগা-শোভিতার বিয়ে

কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল বিয়ের রীতি। অবশেষে বুধবার তাঁরা বসলেন বিয়ের পিঁড়িতে।   

8/8

নাগা-শোভিতার বিয়ে

বিয়ে করেই নবদম্পতি যেতে পারেন তিরুপতি মন্দিরে।