কেদারনাথ গুহায় ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা এএনআই-এর একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামিকাল সকাল পর্যন্ত তিনি ধ্যানমগ্ন হয়ে থাকবেন। ৩৩ বছর আগে ওই গুহাতেই ধ্যানে বসেছিলেন তিনি। ছবি : এএনআই
2/5
শনিবার সকালেই কেদারনাথ দর্শনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। মন্দিরে পুজোও দেন। কেদারনাথের পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও খতিয়ে দেখেন। তার পর তিনি পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতে শুরু করেন। ছবি : এএনআই
photos
TRENDING NOW
3/5
প্রায় ২ কিলোমিটার ট্রেক করে পৌঁছান ওই গুহায়। পাহাড়ি পথে তাঁকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়। ছবি : এএনআই
4/5
একটি সূত্র থেকে জানা গিয়েছে, সংবাদমাধ্যমের অনুরোধে তিনি ধ্যানে বসার ছবি তুলতে দেন। তার পর ওই গুহায় আর কারও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সেখানেই একান্তে ধ্যান শুরু করেছেন মোদী। যা চলবে আগামিকাল সকাল পর্যন্ত।
5/5
রবিবার লোকসভা নির্বাচনের শেষ দফার নির্বাচন। তার আগে দেশজুড়ে প্রচার পর্ব শেষ হয়েছে গত শুক্রবার বিকেলে। প্রচার পর্বের শেষে সাংবাদিক বৈঠকেও উপস্থিত হয়েছিলেন মোদী। প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ায় তিনি সরকারি কাজে ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি যে ধ্যানে বসতে চলেছেন, তা একবারও জানাননি তিনি।