Nargis Fakhri: চুপিসারে বিয়ে সারলেন নার্গিস! কার গলায় মালা দিলেন অভিনেত্রী?

Nargis Fakhri Wedding: লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী নার্গিস ফাকরি। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে।

Feb 22, 2025, 13:44 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাকরি। সম্প্রতি জানা গিয়েছে, অভিনেত্রী নিজের দীর্ঘদিনের বয়ফ্রেন্ড টনি বেগকে বিয়ে করেছেন। চুপিসারে লস অ্যাঞ্জেলসে গিয়ে নার্গিস বিয়ে করেন। 

2/7

অনুষ্ঠানে কেবল মাত্র পরিবার এবং কাছের বন্ধুরা হাজির ছিলেন। বিয়ের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়।

3/7

ছবিতে দেখা গিয়েছে, একটি বিয়ে কেক। কেকের উপরে লেখা 'হ্যাপি ওয়েডিং'। এছাড়াও নার্গিস-টনি নামের আদ্যক্ষর 'NF' এবং 'TB'লেখা।

4/7

যদিও নার্গিস-টনির বিয়ের সাজে কোনও ছবি প্রকাশ্য আসেনি। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় নার্গিস এবং টনি কড়া নির্দেশিকা দিয়েছিলেন যাতে তাদের কোনও ছবি না তোলা হয়। 

5/7

বিয়ের পর নবদম্পতি এখন সুইজারল্যান্ডে হানিমুন উপভোগ করছেন। নার্গিসের ইনস্টাগ্রামে চোখ পাতলেই তাদের ঘুরতে যাওয়ার ছবি দেখা যাবে। যদিও অভিনেত্রী এখনও তাঁর বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি।

6/7

গত তিন বছর ধরে নার্গিস-টনি প্রেম করছেন। তাদের সম্পর্ক প্রথম থেকেই তুলনামূলকভাবে গোপনে রেখেছেন।

7/7

টনি বেইগ কাশ্মীরে জন্ম করেন। ২০১২ সালে তিনি ক্যালিফোর্নিয়া বেভারলি হিলসে স্থায়ীভাবে থাকা শুরু করেন। তিনি একজন সমাজসেবী, ব্যবসায়ী, বিনিয়োগকারী, আগ্রহী ভ্রমণকারী এবং ডিওজ গ্রুপের চেয়ারম্যান।