1/6
জাতীয় ক্রীড়া দিবস
![জাতীয় ক্রীড়া দিবস National Sports Day](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/29/342016-eee.jpg)
2/6
নীরজ চোপড়া
![নীরজ চোপড়া Neeraj Chopra](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/29/342015-1.jpg)
১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। টোকিয়োতে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের কেউ সেই নজির গড়লেন। পানিপথের ২৩ বছরের নীরজের কাছে সুযোগ থাকছে দুই বা তার বেশি অলিম্পিক্স পদক জেতার
photos
TRENDING NOW
3/6
মীরাবাঈ চানু
![মীরাবাঈ চানু Mirabai Chanu](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/29/342014-4.jpg)
টোকিও অলিম্পিক্সে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন চানু। ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস লিখেছেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়েছেন চানু। ফলে চানুর কাছেও রয়েছে ফের অলিম্পিক্স পদক জেতার সুযোগ।
4/6
রবি দাহিয়া
![রবি দাহিয়া Ravi Dahiya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/29/342013-2.jpg)
5/6
মনু ভাকের
![মনু ভাকের Manu Bhaker](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/29/342012-3.jpg)
6/6
অদিতি অশোক
![অদিতি অশোক Aditi Ashok](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/29/342011-5.jpg)
টোকিও অলিম্পিক্সে ভারতকে পদকের স্বপ্ন দেখিয়ে ছিলেন অদিতি অশোক। এবার হয়তো তাঁকে চতুর্থ স্থানে শেষ করতে হয়েছে ঠিকই, কিন্তু বছর বাইশের দিল্লির মেয়ে দেশেকে গলফে অলিম্পিক্স পদক এনে দিতেই পারেন।অদিতি প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা গল্ফার যিনি এশিয়ান ইউথ গেমস (২০১৩), ইউথ অলিম্পিক গেমস (২০১৪) ও এশিয়ান গেমস (২০১৪) ও অলিম্পিক্স (২০১৬ রিও) খেলেন।
photos