National Tourism Day: চলো যাই চলে যাই দিকশূন্যপুরের ওপারে
এই রকম দিনগুলিতে তার মনের ভিতরের ভ্রমণস্পৃহা উজ্জীবিত হয়ে ওঠে।
জাতীয় পর্যটন দিবস। ২৫ জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে। কোভিড-পর্বে যেন আরও বিশেষ করে এই ধরনের দিন গুরুত্ব পেয়ে যায়। কেননা, মানুষ এখন ঘরবন্দি দীর্ঘদিন। এই রকম দিনগুলিতে তার মনের ভিতরের ভ্রমণস্পৃহা উজ্জীবিত হয়ে ওঠে। সে বেরিয়ে পড়তে চায়। পিঠে একটা ব্যাগ বেঁধে ভেসে পড়তে চায় দিকশূন্যপুরের পানে।
1/6
জাতীয় পর্যটন দিবস।
2/6
সেন্টিনেল আইল্যান্ড
ভ্রমণ তো মানুষের সারা জীবনের সারা বছরের জীবনযাপনের অঙ্গ। সে নানা জায়গায় ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। সেই রসাস্বাদনের সূত্রেই সে চেনা-অচেনা নানা জায়গায় এক্সপ্লোর করে। তেমনই একটা জায়গা নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এখনও বহু পর্যটনে ব্যতিব্য়স্ত নয় এই স্থান। তবে এখানে এখনও আদিম অধিবাসীদের ঠাঁই। তাঁরা বহির্বিশ্বের এই কৌতূহল তত পছন্দ করেন না।
photos
TRENDING NOW
3/6
কাংড়া ফোর্ট
4/6
বনসম্পদ
5/6
ছবির মতো গ্রাম।
6/6
ইলোর কেভ
photos