সত্যজিতের 'ফেলুদা' নয় এবার তাঁর ছোটগল্প ‘Ray’ মুক্তি পেতে চলেছে Netflix এ

Jun 09, 2021, 08:39 AM IST
1/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

নিজস্ব প্রতিবেদন-  এবার বাঙালির 'সত্যজিৎ' দেখা দিতে চলেছে আন্তর্জাতিক OTT প্লাটফর্মের Netflix original। Satyajit Ray -এর ক্লাসিক গল্পগুলির অবলম্বনে Netflix-এর পরবর্তী অ্যান্থলজির ট্রেলার মঙ্গলবারই প্রকাশিত হল। ২৫ জুন মুক্তি পেতে চলেছে এই series। সত্যজিতের শতবর্ষে নেটফ্লিক্সের শ্রদ্ধার্ঘ। ইতিমধ্যেই আধুনিক টুইস্ট সহ এই ট্রেলার যেভাবে  উপস্থাপন করেছে, শুধুমাত্র বাঙালি দর্শকই নন বরং সমগ্র নেট দুনিয়াতে সারা ফেলে দিয়েছে। পরিচালনায়  Abhishek Chaubey, Srijit Mukherji এবং Vasan Bala। 

2/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের রচনায় অনুপ্রাণিত হয়ে  Netflix এর নৃবিজ্ঞান রায় প্রধান চরিত্রে থাকবেন Manoj Bajpayee, Kay Kay Menon এবং  Ali Fazal, Harshvarrdhan Kapoor।

3/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

Satyajit Ray মানেই 'ফেলুদা' এই নাম দর্শকের কাছে চিরকালীন কিন্তু তাঁর লেখা ছোট গল্পের কথা অনেকেই জানেন না, আর সেই গল্প নিয়েই Netflix original এ হাজির  ‘Ray’, ট্রেলারে  এই চারটি শব্দের মধ্যে নৃবিজ্ঞানের যোগ দেয়: "Ego, betrayal, revenge, envy"।

4/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

‘Ray’ ট্রেলারটি Ali Fazal এর কাহিনী দিয়ে শুরু করেছেন,  Forget Me Not শিরোনামের গল্পে নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন ধারালো মনের উদ্যোক্তার চরিত্রে অভিনয় করেছেন, যার জীবন যখন তার প্রান্তটি হারাতে দেখা যায় তখন উলটো হয়ে যায়। 

5/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

এদিকে, স্পটলাইট গল্পটির মুখ্য চরিত্রে Harshvardhan Kapoor, তিনি সন্দেহজনক অভিনয়ের দক্ষতা দিয়ে সুপারস্টার হিসাবে অভিনয় করেছেন। তিনিও কুসংস্কারে দমন করার সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলার জীবনে প্রবেশ করেন এবং আত্ম-সন্দেহের দ্বারা আবদ্ধ হন।

6/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

অভিনেতা Kay Kay Menon এর গল্পটির নাম Bahroopiya, যেখানে একজন সাধারন যিনি আমজনতার ৯-৬টার মতো চাকরি করেন কিন্তু তাঁর প্রবল ইচ্ছা  মেক-আপ আর্টিস্ট হওয়ার। নিজের দক্ষতার প্রতি সবার উদাসীনতায় হতাশ হয়ে তিনি মেকআপের আড়ালে ছদ্মবেশে জীবন যাপন শুরু করেন।

7/7

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

ছবি সৌজন্য: নেটফ্লিক্স

অন্যদিকে, Manoj Bajpayee এর Hungama Hai Kyon Barpa গল্পটিতে বৈশিষ্ট্য হল তিনি একটি খ্যাতিমান কবির চরিত্রে অভিনয় করেছেন, যিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে শেষ করেন।