চিন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঝাঁ চকচকে কোচ এল কলকাতায়
Mar 04, 2019, 15:07 PM IST
1/8
চিন থেকে সিঙ্গাপুর-চট্টগ্রাম হয়ে কলকাতা পৌঁছাল ডালিয়ান কোম্পানির মেট্রো। শনিবার ডকে আনা হয় ৮ কোচের এই মেট্রোটি। সঙ্গে রয়েছে ৪২ প্যাকেট অন্যান্য সরঞ্জামও।
2/8
নয়া মেট্রোর কোচগুলিকে এবার অ্যাসেম্বল করা হবে। তারপর মাঝেরহাট হয়ে নোয়াপাড়া নিয়ে যাওয়া হবে মেট্রোটি।
photos
TRENDING NOW
3/8
কোচগুলি আকারে বর্তমান মেট্রো কোচের থেকে বড়। নয়া মেট্রোর প্রত্যেকটি কোচে থাকবে সিসিটিভি ক্যামেরা। একইসঙ্গে থাকবে টকব্যাক, যার মাধ্যমে চালকের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সেই কোচের যাত্রীরা।
4/8
কোচগুলিতে এনার্জি সেভিংয়ের ব্যবস্থা রয়েছে। ট্রেন ব্রেক কষলে পর যে হিট তৈরি হয়, তা পুনরায় ব্যবহার করা যাবে। যার ফলে টানেল কম উত্তপ্ত হবে।
5/8
কোচগুলিতে এয়ার স্প্রিংয়ের ভিতরে অগ্নি নিরোধক রবার লাগানো আছে। চিনের মেট্রোর কোচে এই ফিচার্সটি দেখা যায়।
6/8
TRCC-র সমস্যার জন্য আগুন লেগেছিল ময়দান মেট্রোয়। নয়া কোচগুলিতে সেই সমস্যা নেই।
7/8
এখানে TRCC রয়েছে বগির সঙ্গে। TRCC-র গায়ে ফিউজ লাগানো রয়েছে। নয়া কোচগুলিতে TRCC থাকছে এয়ার স্প্রিং থেকে দূরে। (TRCC- থার্ড রেল কারেন্ট কালেক্টর)
8/8
তবে নতুন ট্রেন এলেও, আইসিএফ চেন্নাইতে তৈরি ট্রেন পড়ে রয়েছে দেড় বছর ধরে। সেই ট্রেন কবে চলবে তার কোনও ঠিক নেই।