HS Exam 2025: উচ্চমাধ্যমিকে এবার একেবারে নতুন সিলেবাস! সঙ্গে পালটালো পদ্ধতিও...

HS Exam New Rule 2025: উচ্চমাধ্যমিক শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকে নয়া পদ্ধতি আসতে চলেছে এটা সবার জানাই ছিল। প্রায় ১১ বছর পর বদল হচ্ছে এই সিলেবাস। শুধু তাই নয়, বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতিও। 

Mar 14, 2024, 23:44 PM IST
1/6

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবছরের উচ্চমাধ্যমিক শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি আসতে চলেছে এটা সবার জানাই ছিল। প্রায় ১১ বছর পর বদল হচ্ছে এই সিলেবাস। শুধু তাই নয়, বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতিও। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য নতুন সিলেবাস এবং সেমিস্টার পদ্ধতি ঘোষণা।    

2/6

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

নতুন সিলেবাস আজই আপলোড করা হবে। মোট সাবজেক্ট ৬২।  ১৩ টা ভোকেশনাল সাবজেক্ট আছে।  এগুলির সিলেবাস এখন লোড করা হবে না।  সিলেবাস বিভিন্ন জায়গায় রিভিউ করে রিভিশন করা হয়েছে।

3/6

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

আপাতত রিভাইসড এবং দুই ভাগে বিভাজিত সিলেবাস আপলোড করা হবে।  এবার থেকে সেমিস্টার সিস্টেমে  একাদশ শ্রেণীরও পরীক্ষা হবে। এই পদ্ধতি চলতি বছর চালু করা হয়েছে।  

4/6

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

২০২৫-২৬  সেশন থেকে উচ্চমাধ্যমিক হবে সেমিস্টার সিস্টেমে।  ক্লাস ইলেভেনের সেমিস্টারকে ফার্স্ট (1st) এবং সেকেন্ড (2nd) বলা হবে।  ক্লাস টুয়েলভ এর সেমিস্টারকে থার্ড (3rd) এবং  ফোর্থ (4th) সেমিস্টার বলা হবে। 

5/6

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

ফার্স্ট সেমিস্টার হবে ৩৫ নম্বরের। এবং সেকেন্ড সেমিস্টার হবে ৩৫ নম্বরের। বাকি ৩০ নম্বর প্রাকটিক্যাল।  

6/6

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

উচ্চমাধ্যমিকে নয়া পদ্ধতি

ফার্স্ট-থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বরে এবং সেকেন্ড-ফোর্থ সেমিস্টার হবে মার্চে।