New Year Celebration 2023: আলোকমালা-আতসবাজি-লেজার শো, সাড়ম্বরে বর্ষবরণ সিডনি থেকে জাপানে

Dec 31, 2022, 22:42 PM IST
1/5

সময়ের দিক থেকে বেশ খানিকটা 'এগিয়ে' অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকংয়ের মতো দেশ। তাই ভারতের অনেক আগেই ওইসব জায়গায় বর্ষবরণে মেতে উঠলেন মানুষজন। আলোকমালায় সেজে উঠল সিডনির অপরাহাউস, সিডনি হারবার। কমপক্ষে ১০ লাখ মানুষ মেতে উঠলেন নতুন বছরকে বরণ করে নিতে।

2/5

জায়গায় জায়গায় জমায়েত, রুফটপ পার্টির পাশাপাশি নিউ জিল্যান্ডের অকল্যান্ডের হারবার ব্রিজে জ্বলে উঠল ভেক্টর লাইট। আলোর উত্সবে ভাসল স্কাই টাওয়ার। ভারতে যখন বিকেল সাড়ে চারটে তখন অকল্যান্ডে ঘড়ির কাঁটা বারোটা ছুঁয়ে ফেলে। হারবার ব্রিজে কয়েক মিনিট ধরে চলে আতসবাজি।  

3/5

বর্ষবরণের অনেক আগে থেকেই টোকিয়োর রাস্তায় নেমে পড়লেন মানুষজন। আলোর বন্যার মধ্যে জায়গায় জায়গায় জাপানি ঐতিহ্য অনুযায়ী উড়িয়ে দেওয়া হল রঙিন বেলুন। শহরের প্রায় প্রতিটি বাড়িকে সাজানো হল আলোর মালায়।  

4/5

চিনে করোনা লাফিয়ে বাড়ছে। তারপরেও দক্ষিণ কোরিয়ায় সিওলে নতুন বছরের জমায়েতে লোকের কমতি নেই। সিওলের বিভিন্ন জায়গায় দেখা গেল শয়ে শয়ে মানুষের ভিড়।

5/5

হংকংয়ের অধিকাংশ স্কাই স্ক্রাপার, সৌধকে সাজানো হয়েছিল আলোর মালায়। কোথায় বাজল সিম্ফনি অব লাইটস।