আগামী ৪৮ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি কলকাতা-সহ বিভিন্ন জেলায়

Mar 03, 2020, 09:02 AM IST
1/5

অয়ন ঘোষাল: আগামী ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। 

2/5

তবে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে। বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা। 

3/5

পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতেই  রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত। বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত।

4/5

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি শহরে।  

5/5

বৃহস্পতি ও শুক্রবার  দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।