উত্তাল সুমদ্র, আছড়ে পড়তে চলেছে 'নিভার', আশঙ্কায় তটস্থ উপকূল

Nov 25, 2020, 09:07 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন নিভার। আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, বিকেল ও সন্ধ্যের মধ্যে ভারতের পুদুচেরি ও তামিনাড়ুতে বিরাট শক্তি নিয়ে ঢুকবে নিভার।

2/6

ঝড়ের গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪৫ কিমি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শক্তি সঞ্চয় করে বিরাট আকার ধারণ করেছে নিভার।

3/6

ঝড়ে আগাম বার্তায় তটস্থ তামিলনাড়ু, পুডুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলগুলি।ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। বুধবারের ৪৯ টি বিমানও বাতিল করা হয়েছে। 

4/6

ক্ষয়ক্ষতি আশঙ্কায় চিন্তিত প্রসাশন। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরিতে। 

5/6

দক্ষিণের এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

6/6

কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।