Orissa Accident: নভেম্বরে বিয়ে! পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফেরা হল না রিমার
May 26, 2022, 10:44 AM IST
1/5
অগ্রহায়ণে বিয়ে
নিজস্ব প্রতিবেদন: সামনের অগ্রহায়ণের বিয়ের কথা ছিল। সেইমতো সব পাকা হয়ে গিয়েছিল। শুরু হয়ে গিয়েছিল কেনাকাটাও। নভেম্বরে বিয়ের আগে পরিবারের সঙ্গে দারিংবাড়ি ঘুরতে গিয়েছিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের যুবতী রিমা দেঁড়ে। কিন্তু সেখানেই মর্মান্তিক পরিণতি। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশ বছরের রিমা।
2/5
দারিংবাড়ি থেকে বিশাখাপাটনমের পথে দুর্ঘটনা
ওড়িশার দারিংবাড়ি থেকে বিশাখাপাটনম যাওয়ার পথে গঞ্জাম এবং কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক দলের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার জেরে রিমার সঙ্গেই প্রাণ হারিয়েছেন সুপ্রিয়া দেঁড়ে (৩২), বর্ণালী মান্না (৩৬), সঞ্জীব পাত্র (৩৬), মৌসুমী দেঁড়ে (৩৭)।
photos
TRENDING NOW
3/5
৬ জন বাঙালি পর্যটকের মৃত্য়ু
মৃত্যু হয়েছে তাঁদের সঙ্গে থাকা রাঁধুনি স্বপন গুছাইতেরও (৫০)। হুগলির আঁটপুরের বাসিন্দা ছিলেন স্বপন গুছাইত। তবে তাঁর মৃত্যু হলেও, পর্যটকদের রান্নার কাজে তাঁকে সাহায্য়ের জন্য স্বপনের সঙ্গে গিয়েছিলেন আরও ২ জন সুমন ভৌমিক ও বিমল দাস। আশার কথা তাঁরা সুস্থ আছেন। এরাও আঁটপুরেরই বাসিন্দা।
4/5
উল্টে যায় বাস
জানা গিয়েছে, বাসটি গত ২৩ মে হওড়ার উদয়নারায়ণপুর থেকে যাত্রা করেছিল। প্রথমে দারিংবাড়ি পৌঁছয়। তারপর সেখান থেকে রাতে বিশাখাপাটনমের উদ্দেশে রওনা দেয়। মাঝ রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
5/5
সমবেদনা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
বাসে ছিলেন মোট ৬৫ জন যাত্রী। দুর্ঘটনার জেরে প্রাণ হারান ৬ বাঙালি পর্যটক। আহত হন কমপক্ষে ৪৫ জন পর্যটক। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুর্গতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইট করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।