সেদিন কেন বরফদেশ থেকে নেমে এলেন অলৌকিক শক্তির অধিকারী বাবা লোকনাথ...

Lokenath Brahmachari: বসিরহাটের কচুয়াধামে বহু মানুষের ভিড় হয়। লোকনাথবাবার মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত। এবারও এর অন্যথা হল না। লোকনাথ ব্রহ্মচারীর ২৯৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সেজে উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়াধাম।

| Sep 07, 2023, 16:11 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পবিত্র জন্মাষ্টমী তিথি লোকনাথ বাবার আবির্ভাব দিবস। এদিন বসিরহাটের কচুয়াধামে বহু মানুষের ভিড় হয়। লোকনাথবাবার মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত। এবারও এর অন্যথা হল না। লোকনাথ ব্রহ্মচারীর ২৯৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সেজে উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়াধাম। প্রতিবছরের ন্যায় এ বছরও জন্মাষ্টমী তিথিতে মহাসমারোহে পালন করা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব। 

1/6

বাঁকে জল

২৪ পরগনার কচুয়াধামে জন্ম। দীর্ঘ জীবন। সাধনার জন্য দীর্ঘদিন ছিলেন বরফমোড়া হিমালয়ে। পরে বরফের দেশ থেকে নেমে আসেন অলৌকিক শক্তির অধিকারী লোকনাথ। এবছর ৪ অগস্ট থেকে শুরু হয়েছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব অনুষ্ঠান, চলবে আজ, ৭ অগস্ট পর্যন্ত। 

2/6

তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান

কচুয়া লোকনাথ মিশনের পক্ষ থেকে জন্মোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় কচুয়া ধামে। 

3/6

বাংলাদেশ থেকেও ভক্তেরা

রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ থেকেও ভক্তেরা জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে ভিড় জমান বসিরহাটের কচুয়া ধামে। 

4/6

পুণ্যধাম

ভক্তদের কাছে কচুয়া লোকনাথ ধাম পুণ্যধাম। লোকবিশ্বাস, ভক্তের মনের ইচ্ছা এখানে এলে পূরণ হয় বলেই প্রতি বছর এত মানুষ কচুয়াধামে আসেন!

5/6

বাবার মাথায় জল ঢালার জন্য

লোকনাথ বাবার মাথায় ঢালার জন্য পুণ্যার্থীরা কচুয়া মন্দিরে আসেন কালীঘাট, কুমারটুলি, বাগবাজার, মনিরামপুর ঘাট ও বসিরহাটের শ্মশানঘাট-সংলগ্ন ইছামতি নদী থেকে বাঁকে জল নিয়ে।

6/6

গোটা এলাকায় নজরদারি

নিরাপত্তার কারণে সিসিটিভির মাধ্যমে গোটা এলাকায় চলছে নজরদারি। মন্দিরে আসা-যাওয়ার পথে রাখা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বসিরহাট পুলিস জেলার উদ্যোগে রয়েছে পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা।