সেদিন কেন বরফদেশ থেকে নেমে এলেন অলৌকিক শক্তির অধিকারী বাবা লোকনাথ...
Lokenath Brahmachari: বসিরহাটের কচুয়াধামে বহু মানুষের ভিড় হয়। লোকনাথবাবার মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত। এবারও এর অন্যথা হল না। লোকনাথ ব্রহ্মচারীর ২৯৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সেজে উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়াধাম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পবিত্র জন্মাষ্টমী তিথি লোকনাথ বাবার আবির্ভাব দিবস। এদিন বসিরহাটের কচুয়াধামে বহু মানুষের ভিড় হয়। লোকনাথবাবার মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্ত। এবারও এর অন্যথা হল না। লোকনাথ ব্রহ্মচারীর ২৯৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সেজে উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়াধাম। প্রতিবছরের ন্যায় এ বছরও জন্মাষ্টমী তিথিতে মহাসমারোহে পালন করা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব।
1/6
বাঁকে জল
2/6
তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান
photos
TRENDING NOW
3/6
বাংলাদেশ থেকেও ভক্তেরা
4/6
পুণ্যধাম
5/6
বাবার মাথায় জল ঢালার জন্য
6/6
গোটা এলাকায় নজরদারি
photos