৯ অক্টোবর থেকে খুলছে, দর্শকাসন স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু করল স্টার সিনেমা

Sep 30, 2020, 15:52 PM IST
1/5

১ অক্টোবর থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে শিল্প ও সংস্কৃতি জগত। গত শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, গান, নাচ ও ম্যাজিক শো চলতে পারে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সিনেমা হল খোলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন হল মালিকরা।    

2/5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ অক্টোবর থেকেই হল খোলার অনুমতি দিয়েছেন, তবে সবকিছু গুছিয়ে, সতর্কতা মেনে হল খুলতে একটু সময় তো লাগবেই। আর সেকারণেই ৯ অক্টোবর থেকে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে হাতিবাগান স্টার থিয়েটার কর্তৃপক্ষ।     

3/5

হল খোলার আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে হাতিবাগান স্টার সিনেমা স্যানিটাইজ করার কাজ। হলের কর্মীরা পিপিই পরে দর্শকদের বসার জায়গা স্যানিটাইজ করা শুরু করেছেন।  

4/5

সরকারি নির্দেশিকা মেনে দর্শকরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসতে পারেন, সেই ব্যবস্থাই করছেন স্টার সিনেমা হল কর্তৃপক্ষ।

5/5

প্রসঙ্গত, লকডাউনের সময় থেকেই বন্ধ রয়েছে সিনেমা হল। যার ফলে সিনেমা হলগুলি অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ অক্টোবর থেকে সিনেমা হল সহ অন্যান্য সাংস্কৃতিক মঞ্চগুলি খোলার অনুমতি দেওয়ায় খুশি শিল্প ও সংস্কৃতি জগত।