Budget 2025: মধ্যবিত্তের কপালে ভাঁজ? জেনে নিন, কোন কোন জিনিসের দাম এবার চলে যেতে পারে ধরাছোঁয়ার বাইরে...
Budget 2025: বাজেট ঘোষণার পরেই বাজারে টাকার জোগান বাড়বে বলে কথা চলছে। সে না হয় হল, কিন্তু এই বাজেটে শুধু তো দাম কমছেই না, জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ছে। সেসব সামলাতে গিয়ে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে? এমনিতেই জিনিসের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যে নাভিশ্বাস বাঙালির। এবার কি মড়ার উপর খাঁড়ার ঘা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই বাজেটে শুধু তো জিনিসপত্রের দাম কমছেই না, জিনিসপত্রের দাম কিছু কিছু ক্ষেত্রে বাড়ছেও। বাজেট ঘোষণার পরেই বাজারে টাকার জোগান বাড়বে বলে কথা চলছে। সে না হয় হল, কিন্তু সেসব সামলাতে গিয়ে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে তো? জিনিসপত্রের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যের চাপে নাভিশ্বাস বাঙালির। এবার মড়ার উপর খাঁড়ার ঘা? মধ্যবিত্তের হাতে আর টাকা থাকবে? জিনিসের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যের মধ্যেই মিলবে স্বস্তি? এমন বহু প্রশ্নের আবহে অষ্টম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।