Budget 2025: মধ্যবিত্তের পকেটে এবার বিরাট সাশ্রয়? আর দামি নয় মোবাইল? দেখুন, জরুরি আর কোন কোন জিনিসের দাম কমছে...

Budget 2025: বাজারে কি টাকার ফ্লো বাড়বে? মধ্যবিত্তের হাতে টাকা থাকবে? জিনিসের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যের মধ্যেই কি মিলবে একটু স্বস্তি? এরকম বহু প্রশ্নের আবহে অষ্টম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

| Feb 01, 2025, 13:01 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যবিত্তের হাতে টাকা থাকবে? বাজারে বাড়বে টাকার স্রোত? জিনিসের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যের মধ্যেই মিলবে স্বস্তি? এমন বহু প্রশ্নের আবহে অষ্টম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধির গ্রাফ যে হারে ঊর্ধ্বমুখী তাতে দীর্ঘদিন ধরেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এমন সময়ে নতুন বাজেট পেশ। যা নিয়ে খুব স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের মনে বহু আশা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কি কমছে?

1/6

টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ, শনিবার সকাল ১১ টা থেকে অষ্টম বাজেট পেশ শুরু করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল আজ। নির্মলা সীতারামন এই নিয়ে টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন।

2/6

স্বস্তি মধ্যবিত্তের?

সামান্য দুধ চা খেতে আগে যা খরচ হত এখন তার থেকে বেশি খরচ হচ্ছে। সঙ্গে দোসর পাউরুটি। দুধের, চিনির, চায়ের দাম বাড়ছে। গ্যাসেরও মূল্যবৃদ্ধি ঘটেছে। এভাবেই আমাদের রোজকার জিনিসের দামে এসেছে বিপুল পরিবর্তন। আবার নতুন করে বাজেট পেশে কি মড়ার উপর খাঁড়ার ঘা-ই জুটবে, নাকি স্বস্তি মিলবে মধ্যবিত্তদের কপালে? 

3/6

বাজেট পেশ

অর্থমন্ত্রীর বাজেট পেশ শেষ। এার তাহলে আসুন, দেখে নেওয়া যাক, কোন কোন জিনিসের দাম কমল।

4/6

দাম কমছে

দাম কমছে এলইডি টিভি-র, ইভি ব্যাটারির, জিংক-লিথিয়াম ব্যাটারির, ফ্রোজেন ফিশ পেস্টের। দাম কমছে নীল চামড়ার, ১২টি খনিজ দ্রব্যের, জাহাজনির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের, অন্যান্য মেরিন প্রডাক্টেরও।

5/6

ওষুধের দাম কম

সব চেয়ে বড় ঘোষণা সম্ভবত ক্যানসারের ওষুধের দাম কমা। দাম কমছে ৩৬টি জীবনদায়ী ওষুধেরও। এই একটি ঘোষণা দেশের মেডিক্যাল পরিকাঠামোকে সম্পূর্ণ নতুন করে গড়ে দেবে।

6/6

দাম কমছে মোবাইলের?

তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের এবং সাধারণ মানুষেরও সবচেয়ে বড় ঘোষণা মনে হয়েছে যেটিকে সেটি হল মোবাইলের দাম কমা। মোবাইলের ব্য়াটারির দামও কমছে। সঙ্গে কমছে, মোবাইলের আরও আটাশটি আনুষঙ্গিক জিনিসের। ফলে, অনেকটা দামও কমবে হয়তো মোবাইলের। এ নিয়ে উল্লসিত ভারতবাসী তথা বাঙালি।