UnionBudget2025: বাজেট দিনে, নির্মলার পরনে মধুবনী শাড়ি দিলেন কে?

 UnionBudget2025: প্রতিবছরই নির্মলা সীতারমনের শাড়ি মানুষের মনকে আকর্ষণ করে ৷ এবারের বাজেটে তিনি গোপালি পাড়ের অফ হোয়াইট একটি শাড়ি পড়েছিলেন ৷ সঙ্গে লাল রঙের ম্যাচ করা ব্লাউজ ৷

Feb 01, 2025, 12:43 PM IST
1/6

পয়লা ফেব্রুয়ারি সকাল ১১ টায় অষ্টম বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। কেন্দ্রীয় বাজেটটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ আর্থিক বাজেট।

2/6

প্রতিবছরই নির্মলা সীতারমনের শাড়ি সবার নজড়কারে। এবারও তা অন্যথা হয়নি। এবছরও নজর কাড়ল তাঁর বাজেট স্পেশাল শাড়ি । 

3/6

এদিন বাজেট পেশে যেমন গুরুত্ব থাকে তেমনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী শাড়ি পরলেন সেদিকেও নজর থাকে সকলের।

4/6

এবারের শাড়িটি ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দুলার দেবীর হাতে তৈরি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি।

5/6

দুলারি দেবী বাজেট অধিবেশনে পরার জন্য এই শাড়িটি তৈরি করেন। বিহারের একটি বিখ্যাত হস্তশিল্প মধুবনী।

6/6

২০২৫ এর বাজেটসজ্জায়  কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরনে  সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। বলা হচ্ছে, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই বাজেট পেশে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।