ঘোষিত হল পদ্মসম্মান, দেখে নিন পশ্চিমবঙ্গ থেকে কারা পুরস্কৃত হলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের তিন কৃতী। মঙ্গলকান্তি রায়, ধনীরাম টোটো ও প্রীতিকণা গোস্বামী। এঁরা প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন।

| Jan 26, 2023, 17:17 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের তিন কৃতী-- মঙ্গলকান্তি রায়, ধনীরাম টোটো ও প্রীতিকণা গোস্বামী। এঁরা প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন।

 

ক্ষুদ্র জনজাতির মধ্যেই পড়ে টোটো সম্প্রদায়ের মানুষ। আলিপুরদুয়ারের নদী আর পাহাড়ে ঘেরা ছোট্ট  জনপদেই বাস টোটোদের। এদের কৃষ্টি ও সংস্কৃতি আলাদা। খুব অল্প সংখ্যক টোটো শিক্ষার সুযোগ দেখেছেন। এঁদেরই একজন ধনীরাম টোটো। টোটো সম্প্রদায়ের মানুষ যে ভাষা ব্যবহার করেন তার হরফ নির্মাণ করেছেন ধনীরাম। এতদিন এই মানুষগুলির ভাষা থাকলেও লিখে রাখার মতো কোনও হরফ ছিল না। ক্ষুদ্র জনজাতির মানুষকে শিক্ষার আলো পৌছে দিতে তাঁর এই হরফ নির্মাণ। এদিকে প্রাচীন ঐতিহ্যের এই কাঁথাস্টিচকে বাঁচিয়ে রেখেছেন প্রীতিকণা গোস্বামী। আর সারিন্দার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সারিন্দার জাদুতে মুগ্ধ করতে বহুদিন ধরে সারিন্দা নিয়ে কাজ করে যাচ্ছেন মঙ্গলকান্তি রায়। এই তিনজনই এবারে কেন্দ্রীয় সরকারের ২০২৩ সালের 'পদ্মশ্রী' পুরস্কারে ভূষিত হয়েছেন। 

 

1/6

পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখতে

ধনীরাম টোটোর প্রথাগত কোনও প্রশিক্ষণ নেই। স্রেফ ভালোবাসা থেকে কাজটি করেছেন তিনি। পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে উপভাষা নিয়ে কাজ করেছেন। জলপাইগুড়ির টোটোপাড়ার 'টোটো' ভাষাকে রক্ষা করেছেন তিনি। 

2/6

বিলুপ্তপ্রায় ভাষা হিসেবে চিহ্নিত

বিলুপ্তপ্রায় ভাষা হিসেবে 'টোটো'কে চিহ্নিত করেছে ইউনেস্কো। এই ভাষালিপির জনক ধনীরাম। এই ভাষায় ৩৭ টি অক্ষর আছে। 'টোটো' ভাষায় দুটি উপন্যাসও লিখেছেন তিনি। 'টোটো' ভাষায় প্রথম উপন্যাস তিনিই লেখেন।

3/6

মঙ্গলকান্তি রায়

জলপাইগুড়ির বাসিন্দা মঙ্গলকান্তি রায়। বয়স ১০২। সারিন্দা বাজান তিনি। এর মাধ্যমে জাদু ছড়িয়ে আসছেন। বাদ্যযন্ত্রের মাধ্যমের পাখিদের সুর তুলে শ্রোতাদের মুগ্ধ করেন।  

4/6

সারিন্দার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে

সারিন্দার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সারিন্দার জাদুতে মুগ্ধ করতে বহুদিন ধরে সারিন্দা নিয়ে কাজ করে যাচ্ছেন। দশকের পর দশক ধরে ওয়ার্কশপ করে আসছেন। পদ্মশ্রী পাচ্ছেন শুনে বলেন-- অসুখ-বিসুখ ছাড়া দিন পার হতে পারলেই আমি খুশি!

5/6

মহিলাদের ক্ষমতায়নেও যুক্ত

দক্ষিণ ২৪ পরগনার প্রীতিকণা গোস্বামী ঐতিহ্যবাহী কাঁথাস্টিচকে এগিয়ে নিয়ে চলেছেন। গ্রামের মহিলাদের ক্ষমতায়নেও যুক্ত। মহিলাদের কাঁথাস্টিচে প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র চালান।  

6/6

প্রত্যাশিতই

কাঁথাস্টিচ বাংলার হস্তশিল্পের অতি গুরুত্বপূর্ণ জিনিস। খুবই শ্রমের কাজ, সূক্ষ্ম ও সহজাত শিল্পবোধও জরুরি এতে। বাংলার একান্ত নিজস্ব শিল্পে প্রীতিকণার কৃতিত্বেরই স্বীকৃতি প্রত্যাশিতই।