ঘোষিত হল পদ্মসম্মান, দেখে নিন পশ্চিমবঙ্গ থেকে কারা পুরস্কৃত হলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের তিন কৃতী। মঙ্গলকান্তি রায়, ধনীরাম টোটো ও প্রীতিকণা গোস্বামী। এঁরা প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের তিন কৃতী-- মঙ্গলকান্তি রায়, ধনীরাম টোটো ও প্রীতিকণা গোস্বামী। এঁরা প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন।
ক্ষুদ্র জনজাতির মধ্যেই পড়ে টোটো সম্প্রদায়ের মানুষ। আলিপুরদুয়ারের নদী আর পাহাড়ে ঘেরা ছোট্ট জনপদেই বাস টোটোদের। এদের কৃষ্টি ও সংস্কৃতি আলাদা। খুব অল্প সংখ্যক টোটো শিক্ষার সুযোগ দেখেছেন। এঁদেরই একজন ধনীরাম টোটো। টোটো সম্প্রদায়ের মানুষ যে ভাষা ব্যবহার করেন তার হরফ নির্মাণ করেছেন ধনীরাম। এতদিন এই মানুষগুলির ভাষা থাকলেও লিখে রাখার মতো কোনও হরফ ছিল না। ক্ষুদ্র জনজাতির মানুষকে শিক্ষার আলো পৌছে দিতে তাঁর এই হরফ নির্মাণ। এদিকে প্রাচীন ঐতিহ্যের এই কাঁথাস্টিচকে বাঁচিয়ে রেখেছেন প্রীতিকণা গোস্বামী। আর সারিন্দার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সারিন্দার জাদুতে মুগ্ধ করতে বহুদিন ধরে সারিন্দা নিয়ে কাজ করে যাচ্ছেন মঙ্গলকান্তি রায়। এই তিনজনই এবারে কেন্দ্রীয় সরকারের ২০২৩ সালের 'পদ্মশ্রী' পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখতে
![পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/26/405318-dhaniram-toto.png)
বিলুপ্তপ্রায় ভাষা হিসেবে চিহ্নিত
![বিলুপ্তপ্রায় ভাষা হিসেবে চিহ্নিত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/26/405317-toto-alphabet.png)
TRENDING NOW
মঙ্গলকান্তি রায়
![মঙ্গলকান্তি রায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/26/405316-mangalkanti-roy.png)
সারিন্দার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে
![সারিন্দার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/26/405315-mangal-kanti-another.png)
মহিলাদের ক্ষমতায়নেও যুক্ত
![মহিলাদের ক্ষমতায়নেও যুক্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/26/405314-preetikana.png)
প্রত্যাশিতই
![প্রত্যাশিতই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/26/405313-preetikana-2.png)