দানিশ কানেরিয়া আসবেন অযোধ্যায়! পাকিস্তানে বসেই ফের রামনাম তাঁর মুখে
Aug 12, 2020, 18:30 PM IST
1/5
৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন নিজের আনন্দের প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি সেদিন বলেছিলেন, পুরো বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কাছে এই দিনটা ঐতিহাসিক ও গর্বের।
2/5
পাকিস্তানে বসেই সেদিন জয় শ্রীরাম ধ্বনি তুলেছিলেন কানেরিয়া। পাকিস্তানের হয়ে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার তিনি। পাকিস্তানে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের। তাই তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই।
photos
TRENDING NOW
3/5
কানেরিয়া অবশ্য জানিয়েছিলেন, পাকিস্তানে তিনি নিরাপদ। ভয় পাওয়ার মতো কিছু নেই। তিনি নিজেও অযোধ্যায় রাম মন্দির হওয়ায় খুশি ও গর্বিত বলে জানিয়েছিলেন।
4/5
এবার ফের পাকিস্তানে বসে রামনাম করলেন কানেরিয়া। বললেন, ''ভগবান রাম চাইলে আমি খুব শিগগির অযোধ্যায় তাঁর দর্শন করতে যাব।''
5/5
কানেরিয়া আরও বলেন, ''আমি ছোট থেকেই রামায়ণ দেখি। শ্রীরামের পুজো করি। আমি রামচন্দ্রের দেখানো পথে চলার চেষ্টা করি। ভূমি পুজোর দিন যে টুইট করেছিলাম সেটা কাউকে রাগানোর জন্য করিনি। আমি ধার্মিক মানুষ। প্রভু শ্রীরামের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আর তাই নিজের অনুভূতি তুলে ধরেছিলাম।''