ছয় সপ্তাহে চার বার, ফের করোনায় আক্রান্ত আর্জেন্টাইন তারকা
Apr 29, 2020, 13:21 PM IST
1/5
২১ মার্চ, জুভেন্টাস প্রথমে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর গোপন করেছিল। কিন্তু শেষমেশ জানাজানি হয়ে যায়, আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা করোনাভাইরাসে আক্রান্ত। এর পর ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে খবরের সত্যতা স্বীকার করা হয়। দিবালার বান্ধবীও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
2/5
মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন দিবালা। সুস্থ হওয়ার তিনদিনের মাথায় তিনি আবার করোনায় আক্রান্ত হন। তাঁর বান্ধবী সাবাতিনিও ফের কোভিড—১৯ টেস্টে পজিটিভ ধরা পড়েন।
photos
TRENDING NOW
3/5
প্রথমবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পাঁচ সপ্তাহ পর ফের দিবালার রিপোর্ট পজিটিভ এল। এই নিয়ে ছয় সপ্তাহের মধ্যে চতুর্থবার করোনা পজিটিভ হল জুভেন্টাসের আর্জেন্টিনা তারকার।
4/5
২৬ বছর বয়সী আর্জেন্টাইন তারকার ক্ষেত্রে ধাপে ধাপে চার বার করোনা টেস্ট করালেও চারবারই ফল পজিটিভ এসেছে।
5/5
এদিকে ইতালির প্রধানমন্ত্রী লকডাউন শিথিলের নির্দেশ দিয়েছে। আগামী চৌঠা মে থেকে ফের অনুশীলনে নামতে পারে সিরি-এ এর ক্লাবদলগুলি। জুনের প্রথম সপ্তাহ থেকে ফের শুরু হতে পারে থমকে যাওয়া লিগ। এই অবস্থায় দিবালার চতুর্থবার করোনা পজিটিভ হওয়ায় চিন্তায় জুভেন্টাস কর্তৃপক্ষ।