সকালেই চারজনকে ফাঁসিতে ঝুলিয়েছেন! গ্লানি নেই, বরং বেজায় খুশি পবন জল্লাদ
নির্ভয়ার চার দোষীকে তিনি সকালেই ফাঁসিতে ঝুলিয়েছেন। আর তা নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। তিনি পেশাদার ফাঁসুড়ে। নাম পবল জল্লাদ। দুর্বৃত্তদের চূড়ান্ত শাস্তি দেওয়ার তাঁর কাজ। এই কাজের জন্য তিনি পারিশ্রমিক পান। আবার দোষীদের শাস্তি দিয়ে মনে অদ্ভুত এক শান্তির উদ্ভব হয়।
নির্ভয়ার চার দোষীকে তিনি সকালেই ফাঁসিতে ঝুলিয়েছেন। আর তা নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। তিনি পেশাদার ফাঁসুড়ে। নাম পবল জল্লাদ। দুর্বৃত্তদের চূড়ান্ত শাস্তি দেওয়ার তাঁর কাজ। এই কাজের জন্য তিনি পারিশ্রমিক পান। আবার দোষীদের শাস্তি দিয়ে মনে অদ্ভুত এক শান্তির উদ্ভব হয়।
1/5
খুশি পবন
দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তিনি। নির্ভয়ার চার দোষীকে শাস্তি দিয়ে তিনি পেয়েছেন ৬০ হাজার টাকা। এই টাকায় এবার মেয়ের বিয়ে দেবেন পবল জল্লাদ। জানালেন নিজেই। সঙ্গে বললেন, কোনও গ্লানি নেই। এই দিনটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছি। আজ আমি দারুণ খুশি। হাসতে হাসতে কথাগুলো বলার সময় তাঁর চোখ—মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল।সারা
2/5
খুশি পবনখুশি পবন
photos
TRENDING NOW
3/5
খুশি পবন
4/5
খুশি পবন
5/5
খুশি পবন
ত্রুটিহীনভাবে ফাঁসি দিতে পারেন পবন। তাই ৫৭ বছর বয়সী মেরঠের এই ফাঁসুড়েকে বেছে নিয়েছি্ল তিহাড় জেল কর্তৃপক্ষ। আর জেল কর্তৃপক্ষের মান রাখতে পেরে পবনও এখন বেজায় খুশি।তার থেকেও বড় কথা, দোষীদের শাস্তিও হল, আবার ভাল অঙ্কের অর্থও উপার্জন হল। দিন আনি দিন খাই মানুষের কাছে এর থেকে বড় পাওনা আর কী হতে পারে।
photos