31 December 2023: বছরের শেষ দিনে ভারত-বাংলাদেশ সীমান্তে উপচে পড়ল ভিড়...

Cold Day on New Years Eve: শীত পড়বে কি পড়বে না, এ নিয়ে প্রতি বছরই ক্রিসমাসে ধন্দ থাকে। এবারও ছিল। তা কাটল নিউ ইয়ারস ইভে।

Dec 31, 2023, 16:52 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীত পড়বে কি পড়বে না, এ নিয়ে প্রতি বছরই ক্রিসমাসে ধন্দ থাকে। এবারও ছিল। তা কাটল নিউ ইয়ারস ইভে। মানুষ বেরিয়ে পড়েছেন নানা জায়গায়। টাকিতে ইছামতীর তীরেও ভিড় জমালেন মানুষ। 

 

1/7

টাকি

ভারত-বাংলাদেশ সীমান্তের টাকির ইছামতী খুব পরিচিত এক স্পট। টাকি থেকে প্রতিবেশী বাংলাদেশকে দেখতে অনেকেই পছন্দ করেন। আজও তেমনই টাকিতে গিয়ে বর্ষশেষের হইহুল্লোড়ে মেতেছেন মানুষ। 

2/7

পিকনিকে

বসিরহাটে টাকিতে পৌঁছে বছরের শেষ দিনে ইছামতীর তীরে পিকনিকে মাতল মানুষ।

3/7

সারা বছরই

সারা বছরই টাকিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন।

4/7

নৌকাবিহার

পিকনিকের পাশাপাশি এখানে অতিরিক্ত পাওনা ইছামতীতে নৌকাবিহার।

5/7

ভারত-বাংলাদেশ

নৌকায় চড়ে কাছ থেকে বাংলাদেশকে দেখা একটা আনন্দ। ভারত-বাংলাদেশের পতাকা লাগানো নৌকা দেখে এক আলাদা অনুভূতি হয়।

6/7

বর্ষশেষে

ইছামতীতীরে বর্ষশেষে আনন্দে মেতেছেন বহু মানুষ। চলছে আনন্দ উপভোগ। 

7/7

নদীজলে

ইছামতীতে নৌকাবিহার করতে গিয়ে নদীকে উপভোগ করার চেয়ে ভালো জিনিস আর কী হতে পারে!