Pigeon: হিমাচল প্রদেশ থেকে জলপাইগুড়ি! পায়রার পায়ে লেখা ঠিকানা ও মোবাইল নম্বর....

Mar 19, 2023, 19:13 PM IST
1/7

প্রদ্যুৎ দাস: পায়ে লাগানো বেল্টে লেখা নাম, ঠিকানা। এমনকী, মোবাইল নম্বরও! অসুস্থ অবস্থায় একটি পায়রাকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।

2/7

তখন ডাক ব্যবস্থা ছিল না, কিন্তু চিঠি লেখা হত। সেই চিঠি পৌঁছেও যেত নির্দিষ্ট ঠিকানায়! কীভাবে? প্রাচীনকালে পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান করতেন রাজা-মহারাজারা।

3/7

এখন সময় পাল্টেছে। পায়রা তো দূর অস্ত, চিঠি পাঠানোর জন্য ডাক ব্যবস্থার উপরেও আর নির্ভর করতে হয় না। ক্যুরিয়ার বা  ই-মেলই ব্যবহার করেন বেশিরভাগ মানুষ।

4/7

তাহলে পায়রা এল কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের অনুমান, পায়রাটিকে হয়তো প্রশিক্ষণ দিয়ে গোপন তথ্য আদান প্রদানের কাজ ব্যবহার করা হচ্ছে। ঘটনাটি জানানো হয়েছে প্রশাসনকে।

5/7

এদিন জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানহাট এলাকা থেকে ওই পায়রাটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পায়রাটি অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়েছিল।

6/7

পায়রাটির পায়ে লাগানো ছিল একটি বেল্ট। কেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বেল্টে এক ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর লেখা ছিল। সঙ্গে আরও বেশি তথ্য!

7/7

মনে করা হচ্ছে, পায়রাটি হিমাচল প্রদেশ থেকে উড়ে এসেছে জলপাইগুড়িতে! কিছুটা সুস্থ হওয়ার সেটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।