নমোর Weibo অ্যাকাউন্ট থেকে উধাও পোস্ট-ছবি, নেই প্রোফাইল পিকচারও

Jul 01, 2020, 20:27 PM IST
1/5

সোমবার টিকটক, ইউসি ব্রাউজার, হ্যালো-সহ ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। তার পরেই বুধবার চিনা অ্যাপ উইবো-য় প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে গেল সবকিছু। 

2/5

২০১৫ সালে খোলা প্রধানমন্ত্রীর ওই উইবো(Weibo)অ্যাকাউন্টে ফলোয়ার ছিল ২.৪৪ লাখ।

3/5

বুধবার দেখা যায় মোদীর উইবো অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে তাঁর প্রোফাইল পিকচার, ১১৫টি পোস্ট, ছবি, কমেন্ট।

4/5

চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং অ্যাপ Weibo থেকে কোনও ভিইআইপি পোস্ট মুছে ফেলা সহজ নয়। যতক্ষণ না তা ম্যানুয়ালি মোছা হয়।

5/5

ওই অ্যাপটি থেকে ম্যান্ডারিনে পোস্ট করতেন মোদী। ফলে তা চিনে বেশ জনপ্রিয় হয়েছিল। এখনও পর্যন্ত  প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে ২ পোস্ট রয়েছে। ওই দুটি পোস্টে মোদীর সঙ্গে রয়েছেন চিনা প্রেসিডেন্ট। চিনা কোম্পানি সহজে প্রেসিডেন্টের ছবি মুছে ফেলে না।