দেব দীপাবলিতে আলোকমালায় সাজল বারাণসীর সব ঘাট, গঙ্গাবক্ষ থেকে সেই শোভা দেখলেন মোদী

Dec 01, 2020, 01:09 AM IST
1/8

দেব দীপাবলি উপলক্ষ্যে সোমবার বারাণসীতে প্রশাসনের তত্পরতা ছিল তুঙ্গে। এদিন ওই উত্সবের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/8

দেব দীপাবলি উত্সবের সূচনা ছাড়াও এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর।

3/8

এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে পুজো দেন। আরতি করেন।

4/8

দেব দীপাবলি উপলক্ষ্যে সেজে উঠেছে বারাণসীতে গঙ্গার প্রতিটি ঘাট। ঘাটে ঘাটে আলো দিয়ে সাজান হয়।

5/8

মোট ৮৪টি ঘাটে প্রদীপ জ্বালিয়ে মানুষজন দেব দীপাবলি উত্সব পালন করেন।

6/8

কাশী বিশ্বনাথ মন্দির থেকে জলপথে ক্রুজে চেপে প্রধানমন্ত্রী যান রাজ ঘাটে। সেখানেই তিন মূল উত্সবের সূচনা করেন।

7/8

প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাশী বিশ্বনাথ মন্দিরের আসপাশের এলাকার সৌন্দর্যায়নের কাজ চলছে। সেসব ঘুরে দেখেন মোদী।

8/8

জলপথে রাজঘাটে যাওয়ার পথে গঙ্গার প্রতিটি ঘাটে জ্বলে ওঠে আলো। গঙ্গাবক্ষ থেকে তারই শোভা দেখলেন প্রধানমন্ত্রী।