WB HS 2023: মানবিক পুলিস! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সন্তান সামলালেন কনস্টেবল....
Mar 27, 2023, 20:26 PM IST
1/7
মনোরঞ্জন মিশ্র: মা তখন উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। আর সন্তান? পরীক্ষাকেন্দ্রে বাইরে ৭ মাসের শিশুকে সামলাচ্ছেন রাজ্য পুলিসের এক মহিলা কনস্টেবল। এমনই ছবি দেখা গেল পুরুলিয়া ঝালদায়।
2/7
১৪ থেকে মার্চ থেকে শুরু হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল এদিন। রাজ্যের ২৩৫ পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছিল সংসদ। সঙ্গে পরীক্ষা চলাকালীন মোবাইলে ব্যবহার রুখতে ছিল বিশেষ নজরদারিও।
photos
TRENDING NOW
3/7
স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে গিয়েছে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মকরেস্বরী সিং মুড়ার। তাঁর শিশুসন্তানের বয়স এখন ৭ মাস।
4/7
এবছর ঝালদারই খামার হাই স্কুলে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল মকরেস্বরী। সিট পড়েছিল ঝালদা উচ্চ বালিকা বিদ্যালয়ে।
5/7
শেষদিনে সন্তানকে সঙ্গে নিয়েই পরীক্ষাকেন্দ্রে হাজির হয় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু সন্তানকে কোলে নিয়ে আর পরীক্ষা দেওয়া যাবে না! মুশকিল আসান করলেন রাজ্যে পুলিসের এক মহিলা কনস্টেবল।
6/7
উচ্চ মাধ্যমিক চলাকালীন ঝালদা উচ্চ বালিকা বিদ্যালয়ের বাইরে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল গীতা মাঝি। ঝালদা থানাতেই কর্মরত তিনি