Rapper Abhinav: জনপ্রিয় র‍্যাপারের রহস্যমৃত্যু! অ্যাপার্টমেন্টেই মিলল দেহ, কাঠগড়ায় স্ত্রী...

Juggernaut Abhinav Singh: মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

Feb 13, 2025, 12:14 PM IST
1/5

'জুগারনাট' অভিনব সিং

Rapper Abhinav Singh Death

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় র‍্যাপারের রহস্যজনক মৃত্যু বেঙ্গালুরুতে। অভিনব সিং, র‍্যাপ-এর দুনিয়ায় যিনি 'জুগারনাট' নামে পরিচিত,  বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। 

2/5

'জুগারনাট' অভিনব সিং

Rapper Abhinav Singh Death

ওড়িয়া র‍্যাপার হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনব সিং। তাঁর হিট গান 'কটক অ্যান্থেম' তাঁকে্ প্রচারের আলোয় নিয়ে আসে। ওড়িয়া র‍্যাপার ও পেশায় ইঞ্জিনিয়ার ৩২ বছর বয়সী অভিনব সিং বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। 

3/5

'জুগারনাট' অভিনব সিং

Rapper Abhinav Singh Death

প্রাথমিক তদন্তে পুলিস এই ঘটনাকে আত্মহত্যা বলেই জানিয়েছে। জনপ্রিয় র‍্যাপারের পরিবারের অভিযোগ, স্ত্রীর মানসিক নির্যাতনের কারণেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে অভিনব। মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল গায়ককে।

4/5

'জুগারনাট' অভিনব সিং

Rapper Abhinav Singh Death

ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওদিকে ওড়িশার লালবাগ থানাতেও অভিযোগ দায়ের করেছেন অভিনবের বাবা। তাঁর দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের কাছ থেকে মানসিক নির্যাতন সহ্য করেছেন। 

5/5

'জুগারনাট' অভিনব সিং

Rapper Abhinav Singh Death

অভিনব সিং-এর মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। প্রসঙ্গত, গত বছর একটি মিউজিক ভিডিয়ো লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে বিতর্কে জড়ান তিনি।