CRPF কনভয়ে জঙ্গি হামলা, ভয়াবহতার নিরিখে ছাপিয়ে গেল উরিকেও

Feb 14, 2019, 17:43 PM IST
1/10

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা।

2/10

ইতিমধ্যেই ১৮ জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। জখম কমপক্ষে ৪৫ জন।

3/10

বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে এসে হামলা চালায় জঙ্গি।

4/10

পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরায় ঘটনাটি ঘটে।

5/10

সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের কনভয়।

6/10

কনভয়ে ছিল ৭০টি গাড়ি।

7/10

তার মধ্যে একটি গাড়িতে হামলা হয়।

8/10

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়।

9/10

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ।

10/10

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে জঙ্গি হানার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৯ জন জওয়ান।