PV Sindhu Marriage: বিয়ে করলেন পিভি সিন্ধু! হলদি, মেহেন্দি, পেলিকুথুরু- একাধিক অনুষ্ঠানের ফোটো প্রকাশ্যে...

অবশেষে সাতপাকে ঘুরলেন পিভি সিন্ধু। রবিবার উদয়পুরের বিলাস বহুল হোটেলে বসেছিল বিবাহ বাসর। হায়দরাবাদের রিসেপশনে অতিথি তালিকা জানেন? 

Dec 23, 2024, 13:32 PM IST

PV Sindhu tie Knot With Fiance Venkata Datta: অবশেষে সাতপাকে ঘুরলেন পিভি সিন্ধু। রবিবার উদয়পুরের বিলাস বহুল হোটেলে বসেছিল বিবাহ বাসর। হায়দরাবাদের রিসেপশনে অতিথি তালিকা জানেন? 

1/6

বিয়ে করলেন পিভি সিন্ধু

PV Sindhu Wedding

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার উদয়পুরের রাফেলে গাঁটছড়া বাঁধলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। ২২ ডিসেম্বর তিনি যে বিয়ের পিঁড়িতে বসছেন সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। 

2/6

বিয়ে করলেন পিভি সিন্ধু

বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে আয়োজিত হচ্ছে রিসেপশন পার্টি। 

3/6

বিয়ে করলেন পিভি সিন্ধু

PV Sindhu Wedding

২০ ডিসেম্বর সঙ্গীত হয় এবং পরের দিন হলদি, পেলিকুথুরু এবং মেহেন্দি অনুষ্ঠানও হয়েছে বলে সূত্রের খবর। দুই পরিবারই নিজেদের বেশ কিছুদিন ধরে চেনেন বলে জানিয়েছিলেন সিন্ধুর বাবা পিভি রমনা। 

4/6

বিয়ে করলেন পিভি সিন্ধু

PV Sindhu Wedding

সিন্ধুর বাবা আরও জানিয়েছিলেন, জানুয়ারি মাস থেকে তারকা শাটলারের ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বরেই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ আর নাকি সময়ই পাওয়া যাচ্ছিল না। 

5/6

বিয়ে করলেন পিভি সিন্ধু

PV Sindhu Wedding

সিন্ধুর স্বামী বর্তমানে পসিডেক্স টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে রয়েছেন। হায়দরাবাদের এই সংস্থা ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স সলিশনের ওপর কাজ করে। আইআইটি বেঙ্গালুুরু থেকে বেঙ্কট ডেটা সাইন্স ও মেশি লার্নিংয়ে নিজের মাস্টার্স ডিগ্রি করেছেন ভেঙ্কটা। 

6/6

বিয়ে করলেন পিভি সিন্ধু

PV Sindhu Wedding

সম্প্রতি, সিন্ধু লখনউতে সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চীনের উ লুও ইউকে পরাজিত করে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) ওয়ার্ল্ড ট্যুরের দুই বছরেরও বেশি সময়ের খরা শেষ করেছে।