নিজস্ব প্রতিবেদন : আস্ত একটা ছাগল গিলে খেয়ে ফেলেছিল অজগরটি। খেয়েদেয়ে তারপর তো পেট ফুলে ঢোল! শেষে আর নড়তে পারছিল না অজগরটি। শেষমেশ বনকর্মীরা এসে উদ্ধার করেন অজগরটিকে।
2/5
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাঙা বটতলা ইকোসিটি এলাকার একটি গ্রামে। রবিবার বিকেলে স্থানীয় এক বাসিন্দার একটি ছাগল হারিয়ে যায়। আজ সকালে এলাকাবাী ছাগলটিকে খুঁজতে খুঁজতে পাঙা বটতলা এলাকার একটি চা বাগানে আসে।
photos
TRENDING NOW
3/5
সেখানে এসে গ্রামবাসীরা দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর। অজগরটির পেট ফুলে ঢোল! সেটি নড়তে পারছে না। গ্রামবাসীরা বুঝতে পারেন, অজগরটি-ই ছাগলটিকে খেয়েছে। চা-বাগানে অজগর দেখে চিৎকার জুড়ে দেন তাঁরা। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে আরও গ্রামবাসী।
4/5
এরপর অজগরটিকে বেঁধে রেখে বেলাকোবা রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। খবর পেয়ে অজগর উদ্ধারে আসেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত ও তাঁর টিম। এদিকে এত বড় পাইথন দেখতে এলাকায় প্রচুর ভিড় জমে যায়।
5/5
অজগরটিকে উদ্ধার করে তাঁরা রেঞ্জ অফিসে নিয়ে আসেন সঞ্জয় দত্তরা। এটি একটি ইন্ডিয়ান রক পাইথন বলে জানিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ আছে আজগরটি। সেটিকে বৈকণ্ঠপুরের গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে।