আরও কাছে ঘূর্ণিঝড়, আমফানের দাপটে বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে
May 19, 2020, 14:04 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : ধেয়ে আসছে আমফান। সময় যত গড়াচ্ছে, ততই আকাশের রূপ বদলাচ্ছে। ক্রমশ মুখ ভার হচ্ছে আকাশের।
2/5
ইতিমধ্যেই আমফানের দাপটে রাজ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হাওড়ার উলুবেড়িয়া ও কলকাতার নিউটাউনে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
photos
TRENDING NOW
3/5
দিঘা থেকে এখন আমফানের অবস্থান ৬৩০ কিলোমিটার দূরে। শেষ ৬ ঘণ্টায় ১৪ থেকে ১৫ কিমি বেগে এগোচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান।
4/5
উপগ্রহ চিত্রের পর্যবক্ষেণ বলছে, আমফানের গতিমুখ এখনও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলার দিকে। এই মুহূর্তে আমফান পারাদ্বীপ থেকে ৪৮০ কিমি, দিঘা থেকে ৬৫০ কিমি ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০কিমি দূরে অবস্থান করছে।
5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আছড়ে পড়ার সময় আমফানের গতিবেগ ঘণ্টায় ১৮৫-১৯৫ কিলোমিটার হতে পারে।