৭ দিনের জন্য প্যারোলে মুক্ত রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত পেরারিভালান

Nov 23, 2020, 15:50 PM IST
1/5

প্যারোলে মুক্তি পেতে চলেছে রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত এ জি পেরারিভালান। চিকিত্সার জন্য তাকে এক সপ্তাহ প্যারোলে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। হাসপাতালে যাওয়ার সময় তাকে পুলিসি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত।

2/5

সম্প্রতি সিবিআই জানিয়ে দেয় পেরারিভালানকে মুক্তি দেওয়ার ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তামিলনাড়ুর রাজ্যপালকে। তার পরেই সুপ্রিম কোর্টে প্যারোলে মুক্তির রায় বের হল।

3/5

ইতিম্ধ্যেই সুপ্রিম কোর্টে মুক্তির আবেদন করেছে পেরারিভালান।  আগামী জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে পেরারিভালানকে মুক্তি দেওয়া যা কিনা।  

4/5

নভেম্বরের প্রথমে তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে ও পিএমকে রাজ্যপালের কাছে আবেদন করে রাজীব হত্যায় সাজাপ্রাপ্ত পেরারিভালানকে মুক্তি দেওয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। রাজ্যপাল সিদ্ধান্ত নিয়ে দেরি করার সম্প্রতি সুপ্রিম কোর্টেও অসন্তোষ প্রকাশ করেছে। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর থেকে ওই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন তামিলনাড়ুর রাজ্যপাল।

5/5

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যায় দায়ে গত ২৯ বছর জেলে রয়েছে মোট ৭ দোষী সাব্যস্ত।