Ram Gopal Varma: জামিন অযোগ্য মামলায় জেল রামগোপাল বর্মার! ফের বিতর্কে পরিচালক...

Ram Gopal Varma: এই মামলায় রামগোপাল বর্মাকে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগকারীকে, এই টাকা দিতে হবে ওই চিত্র পরিচালককে।

Jan 23, 2025, 19:31 PM IST
1/6

ফের বিতর্কে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে পরিচালক রামগোপাল বর্মা। চেক বাউন্স হওয়ার মামলায় মুম্বই আদালত সাজা শোনাল পরিচালককে। 

2/6

জামিন অযোগ্য

চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় রামগোপালের জেল সাজা হল।   

3/6

চেক বাউন্স

জানা গিয়েছে, ২০১৮ সালে 'শ্রী' নামক একটি কোম্পানি আরজিভি ফার্মের উপর চেক বাউন্স হওয়ার মামলায় মামলা দায়ের করে। 

4/6

একাধিকবার

একাধিকবার শুনানি হলেও রামগোপাল হাজিরা দেননি আদালতে। বারবার অনুপস্থিত থেকেছেন শুনানির সময়।  

5/6

৩ মাসের মধ্যে

অবশেষে এও জানা যাচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে আগামী ৩ মাসের মধ্যে রামগোপাল বর্মাকে ওই সংস্থাকে ৩.৭২ লাখ টাকা মিটিয়ে দিতে হবে।   

6/6

সাজা ঘোষণা

এই সাজা ঘোষণার পরেই পরিচালক রামগোপাল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'আন্ধেরি কোর্টের খবরটি ৭ বছর আগের। টাকার পরিমাণ ২ লক্ষ ৩৮ হাজার টাকার। আমার প্রাক্তন কর্মীর সঙ্গে জড়িত এই ঘটনাটি। আমার আইনজীবীরা বিষয়টি দেখছেন। যেহেতু কোর্টে মামলা চলছে তাই এই বিষয়ে আর কিছু বলব না।'