নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা! গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত ৮,৩৯২
Jun 01, 2020, 10:48 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ভারতে করোনা যেন বানভাসি! শত বাঁধ দিয়েও রোখা যাচ্ছে না করোনার আগ্রাসন। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় এপর্যন্ত সারা দেশ জুড়ে সর্বোচ্চ ৮ হাজার ৩৯২ জনের মধ্যে করোনা হানার হদিশ মিলেছে।
2/5
লাগাতার দৈনিক ৮ হাজারের বেশি আক্রান্তর খবর মিলছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। স্বাস্থ্য মন্ত্রকের পয়লা জুন সকাল ৮ টার তথ্য অনুযায়ী দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৯৩ হাজার ৩২২। অর্থাৎ সারা দেশে এই নিয়ে মোট করোনা আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৯০ হাজারের দোরগোড়ায়।
photos
TRENDING NOW
3/5
এ পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৯৪ জনের। তবে ৯১ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। কিন্তু দৈনিক যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে চলেছে, তা থেকে ভারতে করোনার করাল থাবা যে দৈনিক আরও শক্ত হচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার।
4/5
রাজ্যভিত্তিক অবস্থা দেখলে বোঝা যাবে সবচেয়ে বেহাল দশা উদ্ধব ঠাকরের মহারাষ্ট্রের। তারপর তামিলনাড়ু ও দিল্লি। শুধুমাত্র মহারাষ্ট্রতেই করোনা আক্রান্তর সংখ্যা ৬৫ হাজার ১৬৮। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৭ জনের।
5/5
প্রসঙ্গত সারা বিশ্বে এপর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ৬২ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার জনেরও বেশি মানুষের।