EXPLAINED | Replacing Rohit Sharma As Captain: 'ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ', অস্ট্রেলিয়ায় নতুন অধিনায়ক! রোহিতের বদলে কে?
Replacing Rohit Sharma As Captain: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের নতুন অধিনয়াক! জোর আলোচনা চলছে নেটপাড়ায়...
1/6
দুয়ারে অস্ট্রেলিয়া!
2/6
অধিনায়ক হিসেবে রোহিত শর্মা নয়!
photos
TRENDING NOW
3/6
ভারত বনাম অস্ট্রেলিয়া
২২ নভেম্বর থেকে শুরু মহাযুদ্ধ। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে নাকি রোহিত প্রথম টেস্ট, এমনকী দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন ক্য়াঙারুর দেশে। এক স্পোর্টস ওয়েবসাইটে এই বিষয়ে মুখ খুলেছেন সুনীল গাভাসকর।
4/6
অধিনায়ক হিসেবে রোহিতকে বদলানোর দাবি গাভাসকরের
ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি বলেন, 'আমরা শুনছি যে, রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না, সম্ভবত দ্বিতীয় টেস্টেও খেলবেন না। যদি এমন হয়, তাহলে আমি বলছি, এখনই ভারতীয় নির্বাচক কমিটির বলা উচিত যে, 'আপনাকে যদি বিশ্রাম নিতে হয়, তাহলে আপনি নিন। ব্যক্তিগত কারণগুলি মেটান। কিন্তু আপনি যদি সিরিজের দুই-তৃতীয়াংশ ম্যাচেই অনুপস্থিত থাকেন, তাহলে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই অস্ট্রেলিয়া সফরে যাওয়া উচিত্। আমরা সহ-অধিনায়ককে অধিনায়ক করে দেব।' ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি নিউজিল্যান্ড সিরিজ ৩-০ জিততাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হত। উল্টে আমরা সিরিজটি ওই ব্য়বধানে হেরেছি। তাই একজন অধিনায়কের প্রয়োজন আছে। অধিনায়কই দলকে একত্রিত করবে। শুরুতে অধিনায়কত্ব করতে না পারলে অন্য কাউকে অধিনায়ক করাই ভালো।'
5/6
গাভাসকরের যুক্তি উড়িয়ে দিলেন অ্যারন ফিঞ্চ
6/6
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াড
photos