1/6
ইস্তফা নাকি ছাঁটাই! শেষপর্যন্ত মুখ খুলল এয়ার ইন্ডিয়া। ভালো সুযোগের জন্যেই ইস্তফা দিয়েছিলেন ৫৭ জন পাইলট। তাদের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। এভাবেই ছাঁটাই বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করল এয়ার ইন্ডিয়া। এদিকে, সংবাদসংস্থা আইএএনএস ও পাইলট অ্যাসোসিয়েশনের দাবি, ৫০ জন পাইলটকে বেআইনিভাবে ছেঁটে দিয়েছে এয়ার ইন্ডিয়া।
2/6
এয়ার ইন্ডিয়ার করুণ আর্থিক দশা নিয়ে লুকোছাপার কিছু নেই। কেন্দ্র বহুদিন ধরেই সংস্থাটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। এর মধ্যেই সংবাদমাধ্যমে পাইলট 'ছাঁটাই'-এর খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৫৭ জন পাইলট রেজিগনেশন দিয়েছিলেন। তাদের রেজিগনেশন গ্রহণ করা হয়েছে। এরা আরও ভালো সুযোগের আশায় এয়ার ইন্ডিয়া ছাড়ছেন।
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
photos