Rooftop Garden: ছাদবাগান! দূষণের চোখে চোখ রেখে গড়ে তুলুন একটুকরো নিজস্ব সবুজ
|
Nov 30, 2021, 18:20 PM IST
1/6
শহরজীবনে শ্বাস
সবুজ কমছে নিয়তই। শহরজীবন ক্রমশই হয়ে উঠছে দুর্বিষহ। আবার শহরে মাটিরও ঘোর অভাব। থাকার জায়গাই পাওয়া যায় না, তো গাছের। সব মিলিয়ে পরিস্থিতি বেশ বিবর্ণই।
2/6
রুফটপ গার্ডেন
এই পরিস্থিতিতে সবুজ বাড়াবার জন্য পরিবেশবিদেরা একটাই সুপারিশ করেন, রুফটপ গার্ডেন। ছাদের অভাবে প্রকারান্তরে যা বারান্দা-গার্ডেনেও পর্যবসিত হয় কোথাও কোথাও।
photos
TRENDING NOW
3/6
এক টুকরো সবুজ
বাড়ির ছাদে বা বারান্দায় একটুকরো বাগানের মতো মিষ্টি জিনিস সত্যিই আর হয় না। দেখতেও যেমন ভালো লাগে, তেমন কার্যকরীও।
আর বাড়ির ছাদে বা বারান্দায় এক টুকরো বাগান থাকলে সেখানে আসবে পাখিরাও। নানা রঙের নানা ডানার নানা রকমের পাখি যদি সারাদিন আপনার বাড়ির চারপাশে উড়ে-ঘুরে বেড়ায় তাহলে ভালো লাগবে কিনা!
6/6
সবুজ অবসর
আপনার অন্যরকম অবসরও কাটতে পারে আপনার হাতে গড়া বাগানেই। সেখানে একটা বই হাতে বসে কাটাতে পারেন মিষ্টি অবসর কিংবা বসে-বসে গানও শুনতে পারেন।