ব্যবসায় মন্দা! ২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

Jul 03, 2019, 15:27 PM IST
1/5

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

৩৫০ সিসির বাইকে একচেটিয়া আধিপত্য গড়েছে Royal Enfield. এর আগে তাই কখনও ৩৫০ সিসির কম নিচে কোনও সেগমেন্ট-এ মোটরবাইর আনার কথা ভাবেনি সংস্থাটি। কিন্তু এবার ২৫০ সিসি-র বাইক আনার কথা ভাবতে শুরু করেছে Royal Enfield. তা হলে কি ব্যবসায় মন্দা! সংস্থার তরফে এরকম কিছু স্বীকার কার না হলেও জানা যাচ্ছে আসল কারণ এটাই।

2/5

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

JAWA-র দুটি মডেল আসার পর থেকে RE Classic 350 and the RE Bullet 350- এই দুই মডেলকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। দেশজুড়ে Royal Enfield-এর যে একচেটিয়া ব্যবসা ছিল তাতে থাবা বসিয়েছে JAWA.  ইতিমধ্যে ৩০০ সিসির দুটি মডেল লঞ্চ করেছে JAWA. মনকাড়া ডিজাইন ও দারুণ ফিচার্স নজর কেড়েছে বাইকপ্রেমীদের। 

3/5

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসি-র মোটরবাইক লঞ্চ করে গ্রাহক সংখ্যা বাড়াতে চাইছে Royal Enfield. সংস্থাটির ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টারে ইতিমধ্যে ২৫০ সিসি বাইকের ডিজাইন ও ফিচার্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। 

4/5

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসি সেগমেন্ট-এ থাকবে ABS. এমনকী ডিজিটাল ও অ্যানালগ, দুই-ই থাকতে পারে ডিসপ্লে কনসোল-এ। ডিজাইনের দিক থেকে মিল থাকতে পারে RE Classic 350 and the RE Bullet 350-এর সঙ্গে। আবার Thunderbird range ও Continental GT-র সঙ্গেও মিল থাকতে পারে। 

5/5

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

২৫০ সিসির বাইক আনছে Royal Enfield

সামনের বছরই ২৫০ সিসির বাইক বাজারে আনতে পারে Royal Enfield. জানা যাচ্ছে এক লাখ টাকার কাছাকাছি দাম হতে পারে Royal Enfield-এর ২৫০ সিসি বাইকের। মূলত JAWA Forty Two, JAWA Classic, Bajaj Avenger 220-কে টেক্কা দিতেই আসছে Royal Enfield-এর ২৫০ সিসির বাইক।