ফের মানবিক সচিন, পাঁচ হাজার মানুষের রেশনের ব্যবস্থা করলেন মাস্টার ব্লাস্টার

Apr 11, 2020, 21:11 PM IST
1/5

করোনা মেকাবিলায় সচিন

করোনা মেকাবিলায় সচিন

করোনা মোকাবিলায় নিজের রাজ্যে একের পর এক মানবিকতার পরিচয় রেখেছেন সৌরভ গাঙ্গুলি। সেই কাজে পিছিয়ে নেই বাইশ গজে তাঁর ওপেনিং পার্টনার। হ্যাঁ সচিন তেন্ডুলকর। করোনা মোকাবিলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পঞ্চাশ লক্ষ টাকা দান করেছেন মাস্টার ব্লাস্টার।

2/5

করোনা মেকাবিলায় সচিন

করোনা মেকাবিলায় সচিন

নিজের রাজ্য এবং দেশের অসহায় মানুষের কথা ভেবে এখানেই থেমে থাকতে রাজি নন সচিন। প্রয়োজনে ফের এগিয়ে আসার বার্তা দিয়েছিলেন তিনি। সেইমত কথা রাখলেন ভারতীয় ক্রিকেটের মহীরুহ।মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন "আপনালয়" মাধ্যমে আগামী এক মাসের জন্য মুম্বইয়ের অসহায় পাঁচ হাজার মানুষের রেশনের ব্যবস্থা করে দিলেন মাস্টার ব্লাস্টার।

3/5

করোনা মেকাবিলায় সচিন

করোনা মেকাবিলায় সচিন

"আপনালয়" নামক ওই সংগঠনটি মাইক্রোব্লগিং সাইটে সচিনকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করে । সেই টুইটে তারা লিখেছে, "সচিন রমেশ তেন্ডুলকরকে অনেক ধন্যবাদ। লকডাউনের সময় এগিয়ে এসে আপনালয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী একমাসের জন্য পাঁচ হাজার মানুষের রেশনের দায়িত্ব নিয়েছেন তিনি।  

4/5

করোনা মেকাবিলায় সচিন

করোনা মেকাবিলায় সচিন

আপনালয়ের এই টুইটের প্রত্যুত্তরে সচিন পাল্টা টুইট করেন। সেখানে সচিন লেখেন, "প্রয়োজনীয় মানুষের সাহায্যে এভাবেই তোমাদের ভালো কাজ বজায় রেখো।" 

5/5

করোনা মেকাবিলায় সচিন

করোনা মেকাবিলায় সচিন

পাশাপাশি আপনালয়কে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেন। উল্লেখ করা যায় কয়েকদিন আগে করোনা মোকাবিলায় নিজের রাজ্য মহারাষ্ট্র এবং প্রধানমন্ত্রী আপতকলীন ত্রান তহবিলে পঁচিশ লক্ষ টাকা করে দান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি শতরানের মালিক।