Saif Ali Khan Stabbing Case: প্রাণে বাঁচিয়েছিলেন সইফকে! সুস্থ হয়েই অটো চালককে ডেকে পাঠালেন অভিনেতা, ভজন পেলেন পুরষ্কারও...

Saif Ali Khan Met Auto Rickshaw Driver: ১৬ জানুয়ারি রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে এক নারীর চিৎকার শুনতে পান তিনি। সেখানে গিয়ে দেখেন, সাদা কুর্তায় রক্তে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন সইফ আলি খান হিসেবে। সইফ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ভজনকে। ঠিক সময়ে হাসপাতালে পৌঁছিয়ে সইফকে প্রাণে বাঁচান অটো রিক্শা ড্রাইভার ভজন। 

| Jan 22, 2025, 15:55 PM IST
1/10

সইফকাণ্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। নিরাপত্তার চাদরে মুড়ে লীলাবতী হাসপাতাল থেকে তাঁর বান্দ্রার বাড়িতে পৌঁছে দিলেন মুম্বই পুলিস। 

2/10

সইফকাণ্ড

হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগেই যিনি আসলে সইফকে প্রাণে বাঁচিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা করলেন ছোটে নবাব। 

3/10

সইফকাণ্ড

হাসপাতালেই গিয়েছিলেন অটো ড্রাইভার ভজন সিং রাণা। হাসপাতালের রুমে ডেকে একান্তে তাঁর সঙ্গে কথা বলে ধন্যবাদ জানালেন সইফ।

4/10

সইফকাণ্ড

১৬ জানুয়ারি রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে এক নারীর চিৎকার শুনতে পান তিনি।

5/10

সইফকাণ্ড

ওই নারী চিৎকার করে বলছিলেন, ‘রিকশা! রিকশা!’ চিৎকার শুনতে শুনতে ভজন প্রথমে কিছুটা এগিয়ে গেলেও পরে গাড়ি ঘুরিয়ে ওই বহুতলের গেটের সামনে অটো থামান। 

6/10

সইফকাণ্ড

সেখানে গিয়ে দেখেন, সাদা কুর্তায় রক্তে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন সইফ আলি খান হিসেবে। সইফ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ভজনকে। 

7/10

সইফকাণ্ড

ভজন দেরি না করে যত দ্রুত সম্ভব সাইফকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ভজন সিংহ রানাকে ১১ হাজার টাকা পুরস্কার দিয়েছে একটি সংস্থা। 

8/10

সইফকাণ্ড

তবে সেদিন রক্তাক্ত সইফের থেকে এক টাকাও নেননি ভজন। সুস্থ হয়েই সেই অটো চালককে কাছে টেনে জড়িয়ে ধরলেন সইফ। শুধুই কী তাই, আড্ডা দিলেন বেশ কিছুক্ষণ। আর সইফের মা শর্মিলা ঠাকুরও মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তাঁকে।

9/10

সইফকাণ্ড

অন্যদিকে, অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। মঙ্গলবার দুপুরে ছাড়া পেলেন অভিনেতা। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, এখনই ফের শ্যুটিংয়ে ফিরতে পারবেন না অভিনেতা। 

10/10

সইফকাণ্ড

আগামী কিছু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে।