kalipuja 2023: জঙ্গলের মাঠে নির্জন সন্ধ্যায় মা সারদার সামনে এসে দাঁড়াল ভয়ংকর ডাকাত, তখন...
kalipuja in Hooghly: আজ থেকে প্রায় ৫০০- ৫৫০ বছর আগের সিঙ্গুরের ডাকাত কালীমন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস, নানা মিথ, নানা অলৌকিক। সেসব আজও গায়ে কাঁটা দেয়।
নির্মল পাত্র: প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর আগের সিঙ্গুরের ডাকাত কালীমন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির অবস্থিত। কথিত আছে, অসুস্থ রামকৃষ্ণকে দেখতে সারদাদেবী কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত সারদার পথ আটকে দাঁড়ায়।
1/7
মায়ের পিছনে মা
মা কিন্তু ভয় পাননি। বরং ডাকাতদের বাবা বলে ডেকে তাদের কাছেই সাহায্য চান। কিন্তু ডাকাতেরা প্রথমে তাতে বিচলিত হয়নি। এরপর ডাকাতির চেষ্টা করতেই রক্তচক্ষু মা কালী মা সারদার পিছন থেকে দেখা দেন ডাকাতদের। তৎক্ষণাৎ নিজদের ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় ডাকাতেরা। ততক্ষণে সন্ধ্যা নামায় সেই রাতেই ডাকাতদের আস্তানাতেই থাকতে হয় মা সারদাকে। ডাকাতরাই মা সারদার রাতের খাওয়ার ব্যবস্থা করে। মাকে খেতে দেওয়া হয় চালকড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতরাই মা সারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে আসে এবং তারপর থেকে ডাকাতি ছেড়ে দেয়।
2/7
চার প্রহরে চারবার পুজো
photos
TRENDING NOW
3/7
নরবলিও
4/7
মোড়লদের পুজো
5/7
দ্বিতীয় কালী নেই
6/7
জলবদল
7/7
ডাকাতের আশ্রয়ে মা
ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক মদনমোহন কোলে বলেন, অহল্যা বাই রোড হয়ে হরিপাল হয়ে ১২ নম্বর রাস্তা ধরে দক্ষিণেশ্বরে অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখতে যাচ্ছিলেন মা সারদা। যাওয়ার পথে এই ডাকাতকালী মন্দিরে এক রাত্রি যাপন করেছিলেন মা। ডাকাতের কাছে খেতেও চেয়েছিলেন তিনি। তখন ডাকাতদলের গগন সরদার ও রঘু ডাকাত চালকলাই ভাজা দিয়েছিলেন তাঁকে। তিনি আরও জানান, একসময় এই মন্দির চত্বর আটচালা ছিল। সেখানেই এক রাত্রি যাপন করেছিলেন মা সারদা।
photos