মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মালদহ থেকে সাইকেলে কলকাতার পথে 'কন্যাশ্রী' সায়ন্তিকা

May 25, 2022, 18:49 PM IST
1/6

রণজয় সিংহ: অভাবের সংসারে 'ত্রাতা'র ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে সাইকেলে চেপে কলকাতা আসছে ৮ বছরের সায়ন্তিকা দাস। মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে, তাঁকে ধন্য়বাদ জানাতে চায় সে।

2/6

মালদহের ইংরেজবাজারে নস্কামনা পল্লিতে টালির ঘরে থাকে সায়ন্তিকা। দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। বাবা পেশায় গাড়ি চালক।  

3/6

৫ জনের সংসারে অভাব নিত্যসঙ্গী। অভাব এতটাই যে, সায়ন্তিকার দুই দিদি পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ভরসা জুগিয়েছে মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’। 

4/6

এই প্রকল্পের জোরেই এখন সায়ন্তিকার এক দিদি কলেজে পড়ছে, আর এক দিদি বিশ্ববিদ্য়ালয়ে। এরপর যখন এক দিদির জন্য বিয়ে ঠিক হয়, তখন 'রূপশ্রী' প্রকল্পে টাকা পেয়েছে পরিবারটি।

5/6

এমনকী, সায়ন্তিকার পরিবারের আর্থিক সচ্ছলতাও বেড়েছে মুখ্যমন্ত্রীর কারণেই। সৌজন্যে, রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প।

6/6

যাঁর জন্য এতকিছু, সেই 'দিদি'কে একবার সামনে থেকে দেখতে চায় সায়ন্তিকা। কীভাবে তা সম্ভব? আগামী  ২৬ মে মালদহ থেকে কলতাতার রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আট বছরের খুদে। ছোট শিশুর এমন কান্ডে উচ্ছৃসিত স্থানীয় তৃণমূল কাউন্সিলর পুজা দাস। সায়ন্তিকাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।