এসবিআই গ্রাহকদের জন্য সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে দিল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। আসুন দেখে নেওয়া যাক স্থায়ী আমানতের কোন খাতে কত শতাংশ বাড়ল সুদের হার।
2/6
SBI2
এবার ১ কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়িয়ে দিল এসবিআই।
photos
TRENDING NOW
3/6
SBI3
স্থায়ী আমানতের মেয়াদ এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম হলে এসবিআই-এর নতুন বর্ধিত হারে সুদের সুবিধা পাবেন গ্রাহকরা।
4/6
SBI4
২৮ মে থেকেই এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।
5/6
SBI5
আগে এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম সময়ের স্থায়ী আমানতের ক্ষেত্রে গ্রাহকরা ৬.৪ শতাংশ হারে সুদ পেতেন এখন যা বেড়ে হয়েছে ৬.৬৫ শতাংশ।
6/6
SBI6
এতদিন এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পেতেন ৬.৯ শতাংশ হারে সুদ পেতেন এখন তা বেড়ে হয়েছে ৭.১৫ শতাংশ।