গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে হাজির এসবিআই!

May 30, 2018, 20:28 PM IST
1/6

SBI1

SBI1

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে দিল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। আসুন দেখে নেওয়া যাক স্থায়ী আমানতের কোন খাতে কত শতাংশ বাড়ল সুদের হার।

2/6

SBI2

SBI2

এবার ১ কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়িয়ে দিল এসবিআই।

3/6

SBI3

SBI3

স্থায়ী আমানতের মেয়াদ এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম হলে এসবিআই-এর নতুন বর্ধিত হারে সুদের সুবিধা পাবেন গ্রাহকরা।

4/6

SBI4

SBI4

২৮ মে থেকেই এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।

5/6

SBI5

SBI5

আগে এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম সময়ের স্থায়ী আমানতের ক্ষেত্রে গ্রাহকরা ৬.৪ শতাংশ হারে সুদ পেতেন এখন যা বেড়ে হয়েছে ৬.৬৫ শতাংশ।

6/6

SBI6

SBI6

এতদিন এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পেতেন ৬.৯ শতাংশ হারে সুদ পেতেন এখন তা বেড়ে হয়েছে ৭.১৫ শতাংশ।