অফলাইনে পঠনপাঠনের দাবিতে বিক্ষোভ SFI-র, যাদবপুরের রাস্তায় প্রতীকী ক্লাস

Aug 10, 2021, 17:20 PM IST
1/7

SFI Stage protest for offline classes in Jadavpur

নিজস্ব প্রতিবেদন: রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট কার্ফু। দিনের বাকি সময়টা বিধিনিষেধের গেরো থেকে কার্যত মুক্তি। ফের খুলেছে সরকারি-বেসরকারি অফিস, এমনকী বার-রেস্তোরাঁ-ও। তাহলে স্কুল-কলেজ কেন বন্ধ থাকবে? অফলাইনে ক্লাসের দাবিতে যাদবপুরে বিক্ষোভ দেখাল SFI। রাস্তায় বেঞ্চ পেতে চলল প্রতীকী ক্লাস।  

2/7

SFI Stage protest for offline classes in Jadavpur

পুজো পর্যন্ত আপাতত স্কুল-কলেজ খুলছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা করছে সরকার।

3/7

SFI Stage protest for offline classes in Jadavpur

শহরে যখন আঠেরো বছরের বেশি বয়সীদের টিকাকরণ কর্মসূচি চলছে পুরোদমে, তখন করোনা আবহে শিকেয় উঠেছে পঠন-পাঠন। অনলাইনে বাড়িতে বসে ক্লাস করছে পড়ুয়ারা।  

4/7

SFI Stage protest for offline classes in Jadavpur

এভাবে আর কতদিন! অনলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।  স্কুল কিংবা কলেজের ল্য়াবরেটরি ব্যবহার করতে পারছেন না পড়ুয়ারা।  

5/7

SFI Stage protest for offline classes in Jadavpur

রাজ্যে অফলাইনে অর্থাত্‍ স্কুল-কলেজে ক্লাস চালুর দাবিতে পথে নামল SFI। অভিনব কায়দায় বিক্ষোভ চলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে।  

6/7

SFI Stage protest for offline classes in Jadavpur

রাস্তায় বেঞ্চ-টেবিল-চেয়ার পেতে 'ক্লাস' নিলেন নন্দিনী চট্টোপাধ্যায়। পেগাসাস ইস্যুতে উত্তাল  জাতীয় রাজনীতি। সেই বিষয় বিক্ষোভকারীদের পড়ালেন তিনি।  

7/7

SFI Stage protest for offline classes in Jadavpur

দিন কয়েক আগে অফলাইনে ক্লাস চালুর দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় DSO।