1/6
মায়ের প্রতি কৃতজ্ঞ মীরা
![মায়ের প্রতি কৃতজ্ঞ মীরা মায়ের প্রতি কৃতজ্ঞ মীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/11/338439-bela-1.png)
2/6
কে এই বেলা রাজপুত?
![কে এই বেলা রাজপুত? কে এই বেলা রাজপুত?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/11/338438-bela-2.png)
photos
TRENDING NOW
3/6
'কমনীয়, নিঃস্বার্থ, সুন্দরী, শক্তিশালী মা আমার'
!['কমনীয়, নিঃস্বার্থ, সুন্দরী, শক্তিশালী মা আমার' 'কমনীয়, নিঃস্বার্থ, সুন্দরী, শক্তিশালী মা আমার'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/11/338437-bela-3.png)
মুম্বইয়ে মীরার যে কোনও আউটিংয়ে তাঁকে দেখা যায় প্রায়শই। স্য়ালোঁ হোক, জিম কিংবা নাতনি মিশার হাত ধরে মীরার পাশে ঝকঝকে বেলা রাজপুত। সদ্য জন্মদিন পেরিয়েছেন বেলা। মেয়ে মীরা ইনস্টায় লিখলেন, 'মাম্মা, তুমিই আমার জীবনের সব। কেউ তোমার মতো করে করেনি, কেউ তোমার মত করে করতেও পারবে না। 'কমনীয়, নিঃস্বার্থ, সুন্দরী, শক্তিশালী মা আমার'।
4/6
বেলার শরীরচর্চা
![বেলার শরীরচর্চা বেলার শরীরচর্চা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/11/338436-bela-4.png)
5/6
মায়ের জাদুকাঠি
![মায়ের জাদুকাঠি মায়ের জাদুকাঠি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/11/338435-bela-5.png)
6/6
'পারফেক্ট দিল্লিওয়ালি'
!['পারফেক্ট দিল্লিওয়ালি' 'পারফেক্ট দিল্লিওয়ালি'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/11/338434-bela-6.png)
'পারফেক্ট দিল্লিওয়ালি' বেলা রাজপুত কিন্তু খেতেও ভালবাসেন। মীরা কাপুরের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে যে তাঁর জন্মদিন বা বাড়ির অন্যান্য় পার্টিতে সবধরণের খাবারের প্রতিই তাঁর বিশেষ আকর্ষণ। কিন্তু বেলা বিশ্বাস করেন, পরের দিন সকাল উঠে শরীরচর্চা করে বাড়তি ক্য়ালরি ঝরিয়ে ফেলতে হবে। তাঁর এই কথা অক্ষরে অক্ষরে পালন করেন শাহিদ-মীরা।
photos