মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

May 13, 2019, 00:04 AM IST
1/6

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

বিশ্ব মাতৃত্ব দিবসে যমজ কন্যা সন্তানের মা হলেন ইরম শর্মিলা চানু। রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

2/6

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

মণিপুরের শর্মিলা উত্তর-পূর্বের বাসিন্দাদের মানবাধিকারের দাবিতে দীর্ঘ আন্দোলন করেন। টানা ১৬ বছর অনশনও করেছিলেন তিনি।

3/6

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

২০১৬ সালে তিনি অনশন প্রত্যাহার করেন। পরের বছর ২০১৭ সালে তিনি দীর্ঘদিনের ব্রিটিশ বন্ধু ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করেন।

4/6

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

রবিবার এক মিনিটের ব্যবধানে ভূমিষ্ঠ হল ডেসমন্ড-শর্মিলার যমজ কন্যা নিক্স সখী ও অটম তারা। রবিবার সকাল ৯টা ২১ মিনিটে দুই সন্তানের জন্ম দিয়েছেন শর্মিলা।

5/6

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

তবে মাতৃত্ব দিবসে সন্তান জন্ম দেওয়া নেহাতই কাকতালিয় বলে জানিয়েছেন শর্মিলার চিকিত্সক। তিনি জানা, মা ও দুই শিশু সুস্থই রয়েছে। খুব শীঘ্রই বাচ্চাদের ছবি প্রকাশ করা হবে।

6/6

মাতৃত্ব দিবসে যমজ কন্যার মা হলেন শর্মিলা চানু

হাসপাতালে সে অর্থে এদিন কোনও উত্সব হয়নি। হাসপাতাল সূত্রে খবর, বছর ৪৬-এর শর্মিলা বা তাঁর পরিবার এই বিষয়টিকে পারিবারিক রাখতে চাইছেন।