EXPLAINED | Siddarth Kaul: তিনি বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা, ধোনি-কোহলির সঙ্গেও খেলেছেন, এই পেসার এখন হলেন SBI কর্মী!

Siddarth Kaul Joins SBI After Retirement: ক্রিকেট ছাড়ার পরেই ব্যাংকে নতুন ইনিংস শুরু করলেন তিনি  

Dec 03, 2024, 15:18 PM IST
1/5

সিদ্ধার্থ কউল এখন প্রাক্তন

Siddarth Kaul Announces Retirement

ভারতের প্রাক্তন পেসার সিদ্ধার্থ কৌল সব রকমের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন গত ২৮ নভেম্বর। আর ৩ ডিসেম্বর তিনি নতুই ইনিংসের শুভ সূচনা করে দিলেন। সেই সিদান্তও সিদ্ধার্থ সমাজমাধ্যমে একটি সেলফি পোস্ট করে জানিয়েছেন। 

2/5

সিদ্ধার্থ কউল এখন এসবিআই-তে যোগ দিলেন

Siddarth Kaul Joins SBI After Retirement

ক্রিকেট ছেড়ে এখন সিদ্ধার্থ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগ দিলেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) কর্মী হলেন। চণ্ডিগড়ের সেক্টর ১৭-তে অবস্থিত এসবিআইয়ের প্রধান শাখায় এবার দেখা যাবে সিদ্ধার্থকে।  

3/5

সিদ্ধার্থ কৌলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার

Siddarth Kaul International Career

সিদ্ধার্থ দেশের জার্সিতে ৩টি ওডিআই, ৩টি টি-২০ আই (৪ উইকেট) খেলেছেন। ২০১৮-২০১৯ পর্যন্ত তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। খেলেছেন এমএস ধোনি ও বিরাট কোহলির মতো সুপারস্টারদের সঙ্গেই। এমনকী সিদ্ধার্থকে আন্তর্জাতিক ডেবিউ ক্য়াপ তুলে দিয়েছিলেন কিংবদন্তি ধোনিই। বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে ভারত জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে সিদ্ধার্থ নিয়েছিলেন ১০ উইকেট। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তিনিই।

4/5

সিদ্ধার্থ কৌলের ঘরোয়া ক্রিকেটের কেরিয়ার

Siddarth Kaul Domestic Career

পঞ্জাবের স্টার ক্রিকেটার ছিলেন তিনি। ৮৮ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯৭টি উইকেট আছে তাঁর। ১১১টি লিস্ট এ গেমে ১৯৯টি উইকেট আছে সিদ্ধার্থর। অবদান রেখেছেন আইপিএলেও। ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্য়াপিটালস) সঙ্গে পথ চলা শুরু করেছিলেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। ২০১৭ ও ২০১৮ সালে তিনি যথাক্রমে ১৬ এবং ২১ উইকেট নিয়েছিলেন। আরসিবি-তে সিদ্ধার্থ ২০২১ সালে ঢুকে পড়েছিলেন। কিন্তু তারপর থেকে আর সেভাবে সুযোগ পাননি।  

5/5

সিদ্ধার্থর অবসরের সিদ্ধান্তে খুশি অনুরাগীরা

Siddarth Kaul Post Cricket Career Move

সিদ্ধার্থর ​​ক্রিকেট-পরবর্তী কেরিয়ারের পদক্ষেপ ফ্য়ানরা খুব ভালো ভাবেই গ্রহণ করেছেন। অনেকেই সিদ্ধার্থর ​​নম্রতা এবং দৃঢ়তার প্রশংসা করেছেন। সিদ্ধার্থ তাঁর অবসরের নোটে ক্রিকেট সম্প্রদায়কেই কুর্নিশ জানিয়েছেন।তাঁর খেলা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকেও সাধুবাদ দিয়েছেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যাঁরা তাঁর ক্রিকেটীয় যাত্রায় পাশে ছিলেন।