1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
কলার মাস্ক : সময়ের অভাবে খেতে ভুলে যান? ত্বকের যত্নের একটা বড় অংশ হল খাবার তাই খাবার খেতে ভুলবেন না। তবে বাড়িতে কলা পুরোনো হয়ে কালো হয়ে গেছে? তাহলে তার সঙ্গে মেশান এক টেবিলচামচ মধু, দু'ফোঁটা লেবুর রস। ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এরপর হালকা ময়শ্চারাইজার মেখে নিন। এতে আপনার ত্বক উজ্জল হবে।
5/7
6/7
7/7
লেবুর রস: পাতি লেবুর গুন নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। পাতি লেবুতে ভিটামিন সি থাকায় এর গুন সমৃদ্ধ। সাধারণ পাতিলেবুর রসের সঙ্গে ব্যাসন মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। লেবুর রস, গোলাপজল আর গ্লিসারিন সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। পাতিলেবুর রস ব্রণ, গরমের ফুসকুড়ি কমিয়ে ত্বক সুস্থ রাখাবে।
photos